কর্ণাটকের (Karnataka) শিবমোগা শহরে চরম নৃশংসতার শিকার হলেন এক মহিলা। স্বামীর সঙ্গে ঋণ পরিশোধ নিয়ে বচসা চলাকালীন স্বামীই কামড়ে ছিঁড়ে নিল তাঁর নাকের সামনের অংশ! গুরুতর আহত অবস্থায় ওই মহিলা এখন হাসপাতালে চিকিৎসাধীন (Karnataka)।
ঘটনাটি ঘটেছে ৮ জুলাই দুপুরে, শিবমোগা জেলার (Karnataka) একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ৩০ বছর বয়সি ওই মহিলার নাম বিদ্যা। তিনি ও তাঁর স্বামী বিজয়, দু’জনেই দাভাঙ্গেরে জেলার (Karnataka) চন্নগিরি তালুকের মন্তারঘাট্টা গ্রামের বাসিন্দা। জানা গেছে, একটি ঋণের টাকা শোধ করা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র বচসা বাঁধে। কথাকাটাকাটি গড়ায় হাতাহাতিতে। এক পর্যায়ে বিদ্যা মাটিতে পড়ে যান এবং সেই সুযোগে বিজয় কামড়ে ছিঁড়ে ফেলেন তাঁর নাকের সামনের অংশ।
চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে বিদ্যাকে (Karnataka) উদ্ধার করেন এবং প্রথমে শিবমোগার মেগান হাসপাতালে ভর্তি করেন। পরবর্তীতে তাঁর অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় উন্নত চিকিৎসার জন্য।
ঘটনার পর জয়নগর থানায় একটি মেডিকো-লিগাল কেস (MLC) নথিভুক্ত করা হয়, পরে বিদ্যার অভিযোগের ভিত্তিতে সেটি স্থানান্তরিত হয় দাভাঙ্গেরের চন্নগিরি থানায়। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে এবং অভিযুক্ত বিজয়ের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।
উল্লেখযোগ্যভাবে, এমনই একটি রোমহর্ষক ঘটনা ঘটেছিল চলতি বছরের মে মাসে উত্তরপ্রদেশের কানপুরে। সেখানে গাড়ি পার্কিং নিয়ে বিরোধে এক ব্যক্তি কামড়ে ছিঁড়ে নেন আবাসনের সেক্রেটারির নাক! রতন প্ল্যানেট রেসিডেনশিয়াল সোসাইটিতে ওই ঘটনা ঘটে, যেখানে সরকারি উচ্চপদস্থ আধিকারিক এবং ব্যবসায়ীরা থাকেন।
পুলিশ জানিয়েছে, রোববার রাতে কষিতিজ মিশ্র নামের এক ব্যক্তি সোসাইটির সেক্রেটারি আরএস যাদবকে প্রথমে কিল-চড় মারেন, পরে একদম নির্মমভাবে কামড়ে ছিঁড়ে ফেলেন তাঁর নাক। রক্তাক্ত অবস্থায় যাদবকে হাসপাতালে ভর্তি করা হলেও, ডাক্তাররা জানিয়ে দেন, তাঁর নাক আর জোড়া সম্ভব নয়—তাঁকে দিল্লিতে রেফার করা হয়।
যাদবের মেয়ে জানিয়েছেন, তাঁর বাবা বিষয়টি শান্তিপূর্ণভাবে মেটানোর চেষ্টা করেছিলেন। কিন্তু অভিযুক্ত মিশ্র হঠাৎ চরম আক্রমণাত্মক হয়ে পড়েন।