Shopping cart

TnewsTnews
  • Home
  • ব্যবসা
  • মাসের প্রথম দিনেই দারুণ খবর! কমল রান্নার গ্যাসের দাম, সিলিন্ডারে ছাড় ৩৩ টাকা!
দেশ

মাসের প্রথম দিনেই দারুণ খবর! কমল রান্নার গ্যাসের দাম, সিলিন্ডারে ছাড় ৩৩ টাকা!

lpg price
Email :20

অগস্ট মাসের প্রথম দিনেই মধ্যবিত্ত ও ব্যবসায়ীদের জন্য এল দারুণ স্বস্তির খবর। শুক্রবার, ১ অগস্ট থেকে সস্তা হল ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার (LPG Price)। অয়েল মার্কেটিং সংস্থাগুলির তরফে জানানো হয়েছে, সিলিন্ডার প্রতি দাম কমানো হয়েছে ৩৩ টাকা ৫০ পয়সা। মাসের শুরুতেই এমন সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই খুশি হোটেল, রেস্তোরাঁ ও বিভিন্ন খাদ্য পরিষেবা সংস্থাগুলি (LPG Price)।

পেট্রোলিয়াম সংস্থাগুলি প্রতি মাসেই বিশ্ববাজারে জ্বালানির (LPG Price) দাম বিচার করে গ্যাসের মূল্য সংশোধন করে থাকে। সেই পর্যালোচনার ভিত্তিতেই অগস্টেও কমানো হল বাণিজ্যিক এলপিজির দাম (LPG Price)। যদিও ১৪.২ কেজির গৃহস্থালি ব্যবহারের এলপিজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।

কলকাতায় আজ থেকে ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম দাঁড়াল ১,৭৩৬ টাকা, যা আগে ছিল ১,৭৬৯ টাকা। অন্যদিকে রাজধানী দিল্লিতে নতুন দাম নির্ধারিত হয়েছে ১,৬৩১.৫০ টাকা।

এই নিয়ে টানা কয়েক মাস ধরে কমছে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম। জুলাই মাসেও ৫৮.৫০ টাকা, জুনে ২৪ টাকা, এপ্রিল মাসে ৪১ টাকা এবং ফেব্রুয়ারিতে ৭ টাকা কমানো হয়েছিল সিলিন্ডার পিছু। ধারাবাহিকভাবে দাম কমায় বড় স্বস্তি পেয়েছেন হোটেল, ক্যাফে ও ফুড চেইন ব্যবসায়ীরা।

প্রসঙ্গত, ১৯ কেজির এই বাণিজ্যিক সিলিন্ডার মূলত হোটেল, রেস্তোরাঁ ও বাণিজ্যিক খাতে ব্যবহার হয়। সাধারণ গৃহস্থরা যেটি ব্যবহার করেন, সেই ১৪.২ কেজির সিলিন্ডারের দাম যদিও এবারও অপরিবর্তিত থাকল।

বিশেষজ্ঞদের মতে, বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামে সাময়িক পতন এবং স্থিতিশীল ডলারের হার এই মূল্যছাড়ের মূল কারণ।

 

 

Related Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts