Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • হাওড়া থেকে সেক্টর ফাইভ পর্যন্ত উৎসবমুখর যাত্রা, কিন্তু ব্লু লাইনে জটের ধাক্কা
দেশ

হাওড়া থেকে সেক্টর ফাইভ পর্যন্ত উৎসবমুখর যাত্রা, কিন্তু ব্লু লাইনে জটের ধাক্কা

kolkata metro
Email :3

সপ্তাহের প্রথমদিন থেকেই কলকাতা মেট্রো (Kolkata Metro) যাত্রীদের জন্য সমস্যা সৃষ্টি করছিল। দ্বিতীয় দিনেও জট লেগেই থাকলো। এবার টালিগঞ্জে মেট্রো রেক ক্রস করার সমস্যার কারণে বড় ভোগান্তি তৈরি হয়েছে। অনেক মেট্রোই শহীদ ক্ষুদিরাম পর্যন্ত পৌঁছাচ্ছে না। টালিগঞ্জ থেকেই এগুলো দমদম বা দক্ষিণেশ্বর ফিরে আসছে (Kolkata Metro)। ফলে নিত্য যাত্রীদের চাপ বেড়েছে। যাত্রীরা জানাচ্ছেন, সকাল থেকেই সমস্যার মুখোমুখি হতে হয়েছে।

সূত্রের খবর, ডাউন লাইনের সব মেট্রো ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত যাচ্ছেনা (Kolkata Metro)। কিছু রেক টালিগঞ্জে খালি করে দেওয়া হচ্ছে এবং সেখান থেকে আবার ওয়াই সিডিংয়ে নিয়ে আপ লাইনে দক্ষিণেশ্বরে পাঠানো হচ্ছে।

সোমবারও লাইন ও সিগন্যাল ঠিক না থাকায় একাধিক স্টেশনে মেট্রো দাঁড়িয়ে যেতে দেখা গিয়েছিল। চলছিল যেসব মেট্রো, সেগুলিও ধীর গতিতে চলছিল। মূল সমস্যা ছিল শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর করিডরে, বিশেষ করে শহিদ ক্ষুদিরাম ও মহানায়ক উত্তম কুমার স্টেশনের মধ্যে।

মঙ্গলবারও টালিগঞ্জে জট বেড়ে যাওয়ায় যাত্রীদের ভোগান্তি আরও বাড়েছে। সকালবেলায় সব স্টেশনে অফিস যাত্রীদের তীব্র ভিড় থাকে। কিন্তু নতুন জটের কারণে অফিসে পৌঁছতে দেরি হওয়ায় তাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

অন্যদিকে, কয়েকদিন আগে মহাসমারোহে হাওড়া থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রোর যাত্রা শুরু হয়েছিল। উদ্বোধনের প্রথম দিনেই রেকর্ড ভিড় ও আয় হয়েছে। শুধু এই দুই লাইনে নয়, আরও দুটি নতুন রুটে মেট্রোর যাত্রা শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts