Shopping cart

TnewsTnews
  • Home
  • দেশ
  • আকাশেই ঝুলে রইল শিশু সহ গোটা পরিবার! মুনারে স্কাই-ডাইনিং রেস্তরাঁয় মৃত্যু ভয়
দেশ

আকাশেই ঝুলে রইল শিশু সহ গোটা পরিবার! মুনারে স্কাই-ডাইনিং রেস্তরাঁয় মৃত্যু ভয়

kerala qqq
Email :4

রোমাঞ্চের নেশা বদলে গেল আতঙ্কে। আকাশে ভাসতে ভাসতে মৃত্যু ভয় চোখের সামনে দেখতে হল এক পরিবারকে (Kerala)। কেরলের ইডুক্কির কাছে আনাচলের অদূরে মুনারে একটি বেসরকারি স্কাই-ডাইনিং রেস্তরাঁর ক্রেন আচমকা বিকল হয়ে বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হয়। শুক্রবার বিকেলে প্রায় দেড়শো ফুট উচ্চতায় ঝুলে পড়েন চারজন পর্যটক—যাঁদের মধ্যে ছিল দুই শিশু (Kerala)। প্রায় দু’ঘণ্টার বেশি সময় আকাশে ঝুলে থাকতে হয় তাঁরা।

ঘটনাটি বিকেল নাগাদ ঘটে। আচমকাই ক্রেনের হাইড্রলিক ব্যবস্থা বিকল হয়ে যায়। ফলে আকাশে ওঠানো ডাইনিং প্ল্যাটফর্ম থমকে যায় মাঝপথেই। প্ল্যাটফর্মের উপর তখন সেই চার সদস্যের পরিবার। ভয়াবহ এই বিপদের খবর প্রথমে স্থানীয় বাসিন্দারাই প্রশাসনকে জানান (Kerala)। চাঞ্চল্যের বিষয়, রেস্তরাঁ কর্তৃপক্ষ নিজেরাই প্রথমে দমকল বা উদ্ধারকারী বাহিনীর সঙ্গে যোগাযোগ করেননি বলেই জানা গিয়েছে।

খবর পেয়ে মুনার এবং আদিমালি থেকে একাধিক দমকল ও বিপর্যয় উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছয় (Kerala)। টেলিভিশনের ফুটেজে দেখা যায়, দড়ির সাহায্যে একাধিক কর্মী বিপজ্জনক উচ্চতায় উঠে ডাইনিং প্ল্যাটফর্মে পৌঁছন। দীর্ঘ উদ্ধার অভিযানের পর অবশেষে নিরাপদে নামিয়ে আনা হয় চারজনকেই। তাঁদের কারও বড় রকমের শারীরিক ক্ষতি হয়নি বলে দমকল সূত্রে জানানো হয়েছে।

উদ্ধারকারী দলের এক সদস্য জানান, প্ল্যাটফর্মে থাকা কর্মীরা আগেই এমন জরুরি পরিস্থিতি সামলানোর প্রশিক্ষণ পেয়েছিলেন, সেই কারণেই ভেতরে থাকা পর্যটকদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েনি। উদ্ধার হওয়া পরিবারটি কোঝিকোড়ের বাসিন্দা বলেও নিশ্চিত করা হয়েছে।

অন্যদিকে, দমকল আধিকারিকদের প্রাথমিক অনুমান, ক্রেনের হাইড্রলিক ব্যবস্থায় যান্ত্রিক ত্রুটির কারণেই এই বিপদ। প্রায় একশো ফুটেরও বেশি উচ্চতায় ঝুলে পড়ে পুরো কাঠামোটি। পুলিশ আধিকারিকদের দাবি, রেস্তরাঁ কর্তৃপক্ষ নয়, স্থানীয় বাসিন্দারাই প্রথম বিপদের খবর দেন প্রশাসনকে।

এই স্কাই-ডাইনিং ব্যবস্থা ইডুক্কি জেলার অ্যাডভেঞ্চার ট্যুরিজম প্রকল্পের অংশ। পাহাড়ের কোলে একেবারে আকাশে ঝুলে বসে খাওয়ার অভিনব অভিজ্ঞতাই এখানে পর্যটকদের টানে। কিন্তু এই ঘটনার পর সেই রোমাঞ্চ যে কতটা বিপজ্জনক হতে পারে, তা নতুন করে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts