রেললাইনে সন্তান প্রসব করছে একটি হাতি—শুনতে অবিশ্বাস্য লাগলেও, এমন এক হৃদয়ছোঁয়া বাস্তব ঘটনার সাক্ষী থাকলেন ঝাড়খণ্ডের (Jharkhand) এক লোকো পাইলট। শুধু রেল নয়, বনদপ্তর এবং প্রাণীপ্রেমী মহলে আলোড়ন ফেলেছে এই ঘটনা।
ঘটনাটি ঘটেছে প্রায় দুই সপ্তাহ আগে, রাত প্রায় তিনটে নাগাদ। ঝাড়খণ্ডের (Jharkhand) বারকাকানা এবং হাজারিবাগ স্টেশনের মাঝের একটি জঙ্গলাকীর্ণ রেল ট্র্যাকে আচমকাই উঠে আসে একটি বন্য হাতি। ঠিক সেই সময় দিয়ে যাচ্ছিল একটি মালগাড়ি। মুহূর্তের মধ্যে পরিস্থিতি জটিল হয়ে ওঠে। বনকর্মীরা সঙ্গে সঙ্গেই রেল আধিকারিকদের সতর্ক করেন এবং ট্রেন থামানোর অনুরোধ জানান।
প্রশাসনের (Jharkhand) চমৎকার সমন্বয়ে থেমে যায় ট্রেন। লোকো পাইলটের সামনে তখন নজিরবিহীন দৃশ্য। রেললাইনের উপর শুয়ে পড়েছে হাতিটি, প্রসব যন্ত্রণায় কাতর। জানা যায়, হাতিটি গর্ভবতী। রামগড়ের ডিভিশনাল ফরেস্ট অফিসার নীতীশ কুমার জানান, এক ফরেস্ট গার্ড তাঁকে খবর দেন যে একটি গর্ভবতী হাতি রেললাইনের ওপরেই সন্তান প্রসব করতে চলেছে (Jharkhand)। কাটা পড়ার আশঙ্কায় দ্রুত সমস্ত ট্রেন চলাচল বন্ধের নির্দেশ দেওয়া হয়। বনদপ্তর ও রেল বিভাগের যৌথ তৎপরতায় সেই রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।
প্রায় দু’ঘণ্টা পর, হাতিটি একটি সুস্থ হস্তিশাবকের জন্ম দেয়। তারপর ধীরে ধীরে শাবককে নিয়ে ফিরে যায় গভীর জঙ্গলে। তবেই ফের চালু হয় রেল চলাচল।
এই ঘটনা শুধু বিরলই নয়, মানবতা এবং প্রাণীর প্রতি সংবেদনশীলতার অনন্য নিদর্শন হিসেবেও উঠে এসেছে। অনেকেই বলছেন, “ট্রেন থেমে গেল, কিন্তু প্রাণটা বাঁচল।” এমন ভালোবাসার নিদর্শনই আগামী প্রজন্মকে আরও সহানুভূতিশীল করে তুলবে।