Shopping cart

TnewsTnews
  • Home
  • দেশ
  • পায়রার পায়ে বাঁধা ভয়ঙ্কর হুমকি! উড়িয়ে দেওয়া হবে জম্মু স্টেশন
দেশ

পায়রার পায়ে বাঁধা ভয়ঙ্কর হুমকি! উড়িয়ে দেওয়া হবে জম্মু স্টেশন

jammu a
Email :3

জম্মুতে আবারও বড়সড় চাঞ্চল্য! সীমান্ত এলাকার আকাশে উড়ছিল একটি পায়রা, আর সেই পায়রার পায়েই বাঁধা ছিল ভয়ঙ্কর হুমকি চিরকুট (Jammu)। বিএসএফ জওয়ানরা সেটি উদ্ধার করে দেখেন, তাতে লেখা — আইইডি বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হবে জম্মু রেল স্টেশন। শুধু তাই নয়, আরও লেখা ছিল — “কাশ্মীরের স্বাধীন হওয়ার সময় এসে গিয়েছে (Jammu)।”

ঘটনাটি ঘটে ১৮ আগস্ট রাত প্রায় ৯টা নাগাদ, জম্মুর আরএস পুরার সীমান্ত এলাকায় (Jammu)। নিরাপত্তারক্ষীরা প্রথমে পায়রাটিকে দেখে সন্দেহ করেন। কাছে যেতেই মিলল সেই হুমকি বার্তা, যা লেখা ছিল উর্দু ও ইংরেজি দুই ভাষাতেই। এই ঘটনার পরই চরম সতর্ক হয়ে যায় প্রশাসন। জম্মু স্টেশন এবং আশপাশের সমস্ত এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা। ডগ স্কোয়াড, বোম্ব স্কোয়াড, অতিরিক্ত পুলিশ— সবাইকে মোতায়েন করা হয়েছে (Jammu)।

বিশেষজ্ঞদের মতে, এই পায়রাটিকে হয়তো সীমান্তের ওপার থেকে বিশেষভাবে প্রশিক্ষণ দিয়ে পাঠানো হয়েছে। আগে বহুবার পাকিস্তান থেকে সীমান্ত পেরিয়ে হাওয়া ভাসিয়ে আনা হয়েছে বার্তা বহনকারী বেলুন বা পতাকা। তবে এই প্রথমবার হুমকি লেখা চিঠি নিয়ে ধরা পড়ল একটি পায়রা! এর ফলে সীমান্ত এলাকায় নতুন করে আতঙ্ক ছড়িয়েছে।

এখন তদন্ত চলছে, এই বার্তাটি আসলেই কোনও বড়সড় ষড়যন্ত্রের অংশ কি না। তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে গোটা এলাকা কার্যত কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে।

 

Related Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts