Shopping cart

TnewsTnews
  • Home
  • দেশ
  • কনভয় থামিয়ে ঝাঁঝালো গুলি! কে মারল জগ্গুর মা হরজিত কৌরকে? উত্তাল পাঞ্জাব!
দেশ

কনভয় থামিয়ে ঝাঁঝালো গুলি! কে মারল জগ্গুর মা হরজিত কৌরকে? উত্তাল পাঞ্জাব!

mother, shot dead
Email :10

পাঞ্জাবের বাতালায় বৃহস্পতিবার রাতে দুষ্কৃতীদের গুলিতে নিহত হলেন কুখ্যাত গ্যাংস্টার (Gangster) জগ্গু ভাগবানপুরিয়ার মা হরজিত কৌর। এই ঘটনায় গোটা এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। গ্যাংস্টার-পত্নী খুনের (Gangster) ঘটনাকে ঘিরে ফের উত্তাল পাঞ্জাব, সামনে এল চাঞ্চল্যকর গ্যাং যুদ্ধের ইঙ্গিত।

জানা গেছে, বৃহস্পতিবার রাত প্রায় সাড়ে ৯টা নাগাদ বাতালার কাদিয়ান রোডে একটি স্করপিও গাড়িতে করে যাচ্ছিলেন হরজিত কৌর ও করণবীর সিংহ নামে এক ব্যক্তি। ঠিক সেই সময় তিনজন মোটরবাইকে এসে গাড়িটিকে থামায় এবং শুরু হয় নির্বিচারে গুলিবর্ষণ। ঘটনাস্থলেই প্রাণ হারান করণবীর (Gangster), আর হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃত্যু হয় হরজিত কৌরের (Gangster)।

এই হামলার দায় স্বীকার করেছে কুখ্যাত(Gangster) দবিন্দর বম্বিহা গ্যাং। পুলিশের তরফে জানানো হয়েছে, হামলার পরে আততায়ীরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। ইতিমধ্যেই মামলা রুজু হয়েছে এবং একাধিক দল গঠন করে শুরু হয়েছে দোষীদের খোঁজে তল্লাশি। বাতালার ডিএসপি পরমবীর সিং এই তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, জগদীপ সিং ওরফে জগ্গু ভাগবানপুরিয়া পাঞ্জাবের অন্যতম দুর্ধর্ষ গ্যাংস্টার। সম্প্রতি পিটিআই-এনডিপিএস আইনে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। সিধু মুসেওয়ালা খুনের মামলায় তাঁর নাম জড়ানো হয়েছে। গুরদাসপুরের বাসিন্দা ভাগবানপুরিয়া-র বিরুদ্ধে খুন, তোলাবাজি, মাদক ও অস্ত্র পাচার-সহ মোট ১২৮টি মামলা রয়েছে।

এ বছরের মার্চ মাসে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাঁকে বাতিন্দা সেন্ট্রাল জেল থেকে অসমের শিলচর জেলে স্থানান্তরিত করা হয়। তদন্তে উঠে এসেছে, জগ্গুর আন্তর্জাতিক অপরাধ নেটওয়ার্ক ছড়িয়ে রয়েছে আমেরিকা, কানাডা ও পাকিস্তান পর্যন্ত।

জানা গেছে, ভাগবানপুরিয়া কুখ্যাত অপরাধী লরেন্স বিষ্ণোইয়ের পরোক্ষ ‘গুরু’ বা মেন্টর বলেই পরিচিত। বিষ্ণোই বর্তমানে গুজরাটের সাবরমতী কেন্দ্রীয় কারাগারে থাকলেও, গোপন মোবাইলের মাধ্যমে জেল থেকেই গ্যাং চালাচ্ছে বলেই গোয়েন্দা সূত্রের দাবি।

এই হামলার পেছনে চলমান গ্যাং যুদ্ধই (Gangster) মূল কারণ বলে অনুমান। ইনস্টাগ্রামে ‘গোপি ঘনশ্যামপুরিয়া’ নামে একটি অ্যাকাউন্ট থেকে দবিন্দর বম্বিহা গ্যাং হামলার দায় স্বীকার করে জানিয়েছে, করণবীর সিং-ই ছিল তাদের মূল লক্ষ্য। কারণ, সে-ই ভাগবানপুরিয়া গ্যাংয়ের মূল অপারেশন চালাত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts