ভারতের উপরাষ্ট্রপতির পদ থেকে আচমকা ইস্তফা দিলেন জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। সোমবার সন্ধ্যাবেলায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। এদিন সকালেও রাজ্যসভার চেয়ারম্যান হিসেবে তাঁকে নিয়মমতো সংসদে দায়িত্ব পালন করতে দেখা গিয়েছিল। বাদল অধিবেশনের প্রথম দিনেই এমন সিদ্ধান্তে হতবাক রাজনৈতিক মহল (Jagdeep Dhankhar)।
পদত্যাগপত্রে নিজের শারীরিক কারণের কথা উল্লেখ করেছেন ধনখড় (Jagdeep Dhankhar)। জানিয়েছেন, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী স্বাস্থ্যে মনোনিবেশ করতেই এই সিদ্ধান্ত। আর সেই কারণেই মঙ্গলবার থেকে আর উপরাষ্ট্রপতির দায়িত্বে থাকছেন না তিনি।
চিঠিতে ধনখড় জানিয়েছেন, উপরাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করার সময় যেভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রীদের কাছ থেকে সহযোগিতা ও আন্তরিকতা পেয়েছেন, তা তাঁর জীবনের একটি অমূল্য স্মৃতি হয়ে থাকবে। চিঠিতে তাঁর কৃতজ্ঞতাও প্রকাশ পেয়েছে।
এই আকস্মিক ইস্তফা ঘিরে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে। সংসদের অধিবেশনের প্রথম দিনেই এমন এক বড় পদে পরিবর্তন নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।