ধাম’ শব্দ ব্যবহার ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক (Jagannath Temple)। এবার সরকারি স্তরেই সেই বিতর্কে জড়িয়ে পড়ল বাংলার পড়শি রাজ্য ওডিশা (Jagannath Temple)। পশ্চিমবঙ্গের দিঘায় নবনির্মিত মন্দিরের নাম রাখা হয়েছে ‘জগন্নাথধাম দিঘা’ (Jagannath Temple), যা নিয়ে আপত্তি তুলেছেন ওডিশার একাংশ বিশিষ্ট নাগরিক (Jagannath Temple)।
তাঁদের দাবি, দেশের ধর্মীয় ঐতিহ্যে স্বীকৃত চারটি মূল ‘ধাম’ রয়েছে—বদ্রীনাথ, দ্বারকা, পুরী এবং রামেশ্বরম। সেই প্রেক্ষিতে প্রশ্ন উঠেছে, দিঘার মন্দিরকে কেন ‘ধাম’ বলা হচ্ছে? এই ইস্যুতে ওডিশার মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছেন বিশিষ্ট নাগরিকরা।
এছাড়াও আরও এক গুরুতর অভিযোগ সামনে এসেছে—পুরীর শ্রী জগন্নাথ মন্দিরের নবকলেবরের সময়ে অতিরিক্ত যে নিমকাঠ রাখা হয়েছিল, তা নাকি ব্যবহার করা হয়েছে দিঘার মন্দিরের ত্রিমূর্তি তৈরিতে। এই অভিযোগের সত্যতা খতিয়ে দেখতে শ্রী জগন্নাথ টেম্পল অ্যাডমিনিস্ট্রেশন (SJTA)-কে অভ্যন্তরীণ তদন্তের নির্দেশ দিয়েছে ওডিশা সরকার।
এখন দেখার বিষয়, এই নামকরণ ও কাঠের উৎস নিয়ে বিতর্ক কোথায় গিয়ে পৌঁছায়, এবং দুই রাজ্যের মধ্যে এই বিষয়ে কী বার্তা আদান-প্রদান হয়।