Shopping cart

TnewsTnews
  • Home
  • দেশ
  • লন্ডন যেতে গিয়ে ফিরে এল চেন্নাইয়ে! যাত্রীদের মধ্যে আতঙ্ক, ইরান আকাশপথ পুরোপুরি বন্ধ!
দেশ

লন্ডন যেতে গিয়ে ফিরে এল চেন্নাইয়ে! যাত্রীদের মধ্যে আতঙ্ক, ইরান আকাশপথ পুরোপুরি বন্ধ!

flight
Email :17

মধ্যপ্রাচ্যে সংকট আরও ঘনীভূত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ইরান হামলার পরে। এর জেরে বন্ধ হয়ে গিয়েছে ইরানের আকাশপথ (Iran Airspace)। সেই প্রেক্ষিতে রবিবার সকালে চেন্নাই থেকে লন্ডনগামী একটি আন্তর্জাতিক ফ্লাইট মাঝপথ থেকে ফিরে আসতে বাধ্য হয়।

জানা গিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানের তিনটি পারমাণবিক স্থানে হামলা চালানো হয়েছে। তার পরেই ইরান নিজের আকাশপথ (Iran Airspace) সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়। এই পরিস্থিতিতে ব্রিটিশ এয়ারওয়েজের BA036 নম্বর ফ্লাইট, যা ৫টা ৩৫ মিনিটে ছাড়ার কথা থাকলেও কিছুটা দেরিতে সকাল ৬টা ২৪ মিনিটে ২০৬ জন যাত্রী নিয়ে রওনা দেয়, তা মাঝ আকাশেই ঘুরে ফিরে আসে (Iran Airspace)।

বিমানটি যখন আরব সাগরের আকাশে ছিল, তখন পাইলটরা জানতে পারেন যে ইরানের আকাশসীমা (Iran Airspace) বন্ধ করে দেওয়া হয়েছে। এই গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার পরই দ্রুত সিদ্ধান্ত নেন পাইলট এবং ক্রু সদস্যরা। সঙ্গে সঙ্গে চেন্নাই বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলকে (ATC) জানিয়ে বিমানটি ফেরার সিদ্ধান্ত নেয়।

বিমানটি নিরাপদে সকাল ৮টা ৫০ মিনিটে চেন্নাইয়ে অবতরণ করে এবং সকাল ৯টা ২০ মিনিটে পার্কিং বে-তে নিয়ে যাওয়া হয়। পরে ব্রিটিশ এয়ারওয়েজ নিশ্চিত করে জানায়, ইরানের আকাশপথ বন্ধ থাকায়ই বিমানটি ফেরানো হয়েছে।

এরপর যাত্রীদের বিমানবন্দরের টার্মিনালে নামিয়ে এনে জলখাবার ও অন্যান্য পরিষেবা দেওয়া হয়। বিমানবন্দর সূত্রে খবর, সংশ্লিষ্ট বিমানটিকে পুনরায় জ্বালানি দিয়ে সকাল ১০টা ৩০ মিনিট নাগাদ নতুন করে উড়িয়ে দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এবার বিমানটি এমন একটি রুটে যাবে, যেখানে ইরানের আকাশসীমা ব্যবহার না করেই লন্ডন পৌঁছনো সম্ভব।

এই আকাশপথ বন্ধের প্রভাব শুধু এই একটি ফ্লাইটেই নয়, চেন্নাই থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে যাওয়া আরও কয়েকটি বিমান পরিষেবার উপরও পড়েছে। কুয়েত, দোহা, দুবাই, শারজা এবং আবু ধাবিগামী ফ্লাইটগুলোরও ছাড়তে প্রায় এক ঘণ্টার বেশি দেরি হয়েছে।

উদাহরণস্বরূপ, কুয়েত এয়ারওয়েজের একটি বিমান যা ভোর ৩টা ৩০ মিনিটে রওনা দেওয়ার কথা ছিল, তা ছাড়ে ভোর ৫টা ৪০ মিনিটে। একইভাবে দোহা এবং দুবাইগামী বিমানগুলোরও দেরিতে উড্ডয়ন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts