ভারত–পাকিস্তান সংঘাত পর্বের পর গ্রেফতার হওয়া হরিয়ানার নেট-প্রভাবশালী জ্যোতি মালহোত্রার (Jyoti Malhotra) বিরুদ্ধে অবশেষে চরবৃত্তির প্রমাণ মিলেছে। তদন্তকারী সংস্থার হাতে আড়াই হাজার পাতার চার্জশিট জমা পড়েছে, যেখানে স্পষ্ট উল্লেখ রয়েছে যে পাকিস্তানের হয়ে দীর্ঘদিন ধরে চরবৃত্তি করছিলেন জ্যোতি (Jyoti Malhotra)।
এনডিটিভি সূত্রে জানা গিয়েছে, পাকিস্তানের এজেন্টরা জ্যোতিকে ‘টুল কিট’ হিসেবে ব্যবহার করত। তাঁর মাধ্যমেই নাকি ভারতের গোপন তথ্য পাচার হচ্ছিল পাকিস্তানে। চার্জশিটে আরও বলা হয়েছে, আইএসআই-এর এজেন্ট শাকির, হাসান আলি এবং নাসির ধিলনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন জ্যোতি।
তদন্তে উঠে এসেছে, শুধু এই এজেন্টদের সঙ্গে যোগাযোগই নয়, সরাসরি পাকিস্তানেও গিয়েছিলেন তিনি (Jyoti Malhotra)। গত বছরের ১৭ এপ্রিল কর্তারপুর সীমান্ত দিয়ে পাকিস্তানে প্রবেশ করেন জ্যোতি এবং সেখানে ২৫ দিন অবস্থান করেন। ১৫ই মে ভারতে ফেরেন তিনি। ওই সময়ে পাকিস্তানের পঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী এবং প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মেয়ে মারায়ম নওয়াজ শরিফের সঙ্গেও দেখা করেছিলেন তিনি।
ভারতের গোয়েন্দা সংস্থার দাবি, বহু মাস ধরেই ভারতের নানা গুরুত্বপূর্ণ তথ্য পাচার করছিলেন জ্যোতি (Jyoti Malhotra)। আর এই কারণেই তাঁকে পাক গোয়েন্দারা নেটওয়ার্কের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ব্যবহার করছিল।