দীপাবলির সকালে আবারও বিশ্বের কাছে ভারতের শক্তি দেখালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi)। দেশীয় প্রযুক্তিতে তৈরি রণতরী আইএনএস বিক্রান্ত-এ দাঁড়িয়ে তিনি বললেন, “এই রণতরীর নাম শুনলেই ঘুম উড়ে গিয়েছিল গোটা পাকিস্তানের।”
রবিবার রাতে গোয়া ও কর্নাটকের কারওয়ারের নৌঘাঁটিতে পৌঁছেছিলেন প্রধানমন্ত্রী (PM Modi)। সেখানেই দেশের প্রথম স্বদেশি বিমানবাহী রণতরীতে রাত কাটান তিনি। সোমবার সকালে নৌসেনার উপস্থিতিতে বিশেষ অনুষ্ঠানে যোগ দেন মোদী। সেনার পোশাকেই উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী (PM Modi) বার্তা দেন, “আমাদের রণতরী শুধু দেশের গর্ব নয়, শত্রুর আতঙ্কও বটে।”
আরব সাগরের তীরে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী (PM Modi)বলেন, “কয়েক মাস আগেই আইএনএস বিক্রান্ত-র নাম শুনে গোটা পাকিস্তানের ঘুম উড়ে গিয়েছিল। ওদের মনে হয়েছিল, এই রণতরী যেন যুদ্ধ শুরুর আগেই শেষ করে দিতে পারে।”
প্রসঙ্গত, কয়েক মাস আগের ‘অপারেশন সিঁদুর অভিযান’-এ ভারতীয় সেনা পাকিস্তানের সীমান্তের ভিতরে ঢুকে একের পর এক জঙ্গি ঘাঁটিতে আঘাত হেনেছিল। সেই সময় নৌসেনাও সীমান্তরেখা থেকে সতর্ক নজর রাখছিল পাকিস্তানের ওপর। ভারতীয় বায়ুসেনা, আকাশ প্রতিরক্ষা ও নৌবাহিনীর এই সম্মিলিত শক্তিকেই আজ তুলে ধরলেন প্রধানমন্ত্রী।
তিনি আরও বলেন, “ভারত এখন আর প্রতিরক্ষা সরঞ্জাম আমদানিকারক দেশ নয়। আমরা বিশ্বের অন্যতম রফতানিকারক দেশ হতে চলেছি। গত দশ বছরে আমাদের প্রতিরক্ষা রফতানি বেড়েছে ৩০ গুণ। এখন লক্ষ্য— ভারতকে বিশ্বের শীর্ষ প্রতিরক্ষা রফতানিকারকে পরিণত করা।”
প্রধানমন্ত্রীর বক্তব্যে স্পষ্ট, দীপাবলির আলোয় ভারত যেমন উদযাপন করছে শান্তির উৎসব, তেমনই দেখাচ্ছে নিজের শক্তি ও আত্মনির্ভরতার আলো। রণতরী ‘বিক্রান্ত’-এর ডেকে দাঁড়িয়ে মোদী যেন পাকিস্তানকেই বার্তা দিলেন— ভারত শান্তি চায়, কিন্তু প্রয়োজনে যুদ্ধ শেষ করার ক্ষমতাও রাখে।