পাকিস্তানের প্রতি ফের কঠোর বার্তা দিল কেন্দ্র। পহেলগাঁওতে ভয়াবহ জঙ্গি হামলার পরই ভারতের তরফে পাক অধিকৃত অঞ্চলে প্রবাহিত সিন্ধু নদের (Indus Water) জল দেওয়া বন্ধ করা হয়েছিল। ভারত সরকারের অবস্থান ছিল, “রক্ত ও জল একসঙ্গে বইতে পারে না”। সেই কড়া অবস্থান এখনও বদলায়নি বলেই জানিয়ে দিল কেন্দ্রীয় সরকার।
পাকিস্তান যদিও একের পর এক চিঠি পাঠিয়ে যাচ্ছে ভারতের কাছে। দাবি করছে, ফের যেন সিন্ধুর জল (Indus Water) দেওয়া হয়। শুধু তাই নয়, পাকিস্তানের প্রাক্তন বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো সম্প্রতি ভারতের জলচুক্তি স্থগিতের সিদ্ধান্তের বিরুদ্ধে হুমকির সুরে বক্তব্য রেখেছিলেন। তাঁর মন্তব্য নিয়ে প্রশ্ন তুলতেই কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, ‘‘জল কোথাও (Indus Water) যাবে না। কেউ কী বলছে, সেটা তাঁদের নিজস্ব মতামত। ভারত সরকারের সিদ্ধান্তই শেষ কথা, আর সেই সিদ্ধান্ত দেশের স্বার্থেই নেওয়া হবে।’’

প্রসঙ্গত, ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জন শহিদ হন। তারপরই ভারত পাকিস্তানের সঙ্গে হওয়া সিন্ধু জলচুক্তি কার্যত স্থগিত করে দেয়। যার জেরে পাকিস্তানে সিন্ধু নদীর যে অংশের জল প্রবাহিত হত, তা আটকে দেওয়া হয়েছে (Indus Water)।
সূত্র বলছে, ভারতের জলশক্তি মন্ত্রক ইতিমধ্যেই বিকল্প ব্যবস্থার পরিকল্পনা শুরু করেছে। সিন্ধুর যে জল পাকিস্তানে যেত, তার গতিপথ ঘুরিয়ে সেই জল রাজস্থান, হরিয়ানা, হিমাচল প্রদেশ এবং দিল্লির কৃষি ও পানীয় জলের কাজে লাগানোর প্রক্রিয়া চলছে। পরিকাঠামো নির্মাণের কাজ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে খুব শীঘ্রই।
ভারত সরকার বার্তা স্পষ্ট—সন্ত্রাসবাদের মদত চলতে থাকলে কোনওভাবেই পাকিস্তানকে জলের সুবিধা দেওয়া হবে না।