Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • মাঝ আকাশে ইঞ্জিন বিকল! দিল্লি থেকে গোয়া যাওয়ার পথে ভয়াবহ বিপর্যয় ইন্ডিগো বিমানে, প্রাণে বাঁচলেন শতাধিক যাত্রী!
দেশ

মাঝ আকাশে ইঞ্জিন বিকল! দিল্লি থেকে গোয়া যাওয়ার পথে ভয়াবহ বিপর্যয় ইন্ডিগো বিমানে, প্রাণে বাঁচলেন শতাধিক যাত্রী!

indigo flight
Email :19

বুধবার রাতে রুদ্ধশ্বাস পরিস্থিতির সৃষ্টি হল দিল্লি থেকে গোয়া যাওয়ার পথে ইন্ডিগোর (Indigo Flight) একটি যাত্রীবাহী বিমানে। মাঝ আকাশে চলন্ত অবস্থায় আচমকাই বিকল হয়ে যায় বিমানের একটি ইঞ্জিন। সঙ্গে সঙ্গেই জরুরি পরিস্থিতি ঘোষণা করেন পাইলট। চূড়ান্ত সতর্কতার মধ্যে বিমানটি (Indigo Flight) রাত ৯টা ৪২ মিনিটে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।

সূত্রের খবর, ইন্ডিগো 6E 6271 নম্বর ফ্লাইটটি দিল্লি থেকে যাত্রা শুরু করে গোয়ার মানোহর আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে (Indigo Flight)। মাঝপথেই যান্ত্রিক গোলযোগ ধরা পড়ে বিমানের এক ইঞ্জিনে। রাত ৯টা ২৫ মিনিট নাগাদ পাইলট জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন। তার ঠিক ১৭ মিনিটের মধ্যে মুম্বই বিমানবন্দরে সফলভাবে অবতরণ করানো হয় বিমানটি (Indigo Flight)।

ইন্ডিগোর (Indigo Flight) তরফে এক মুখপাত্র জানান, এই ‘টেকনিক্যাল স্ন্যাগ’-এর কারণে বিমানটিকে নিয়ম মেনে অন্যত্র ঘুরিয়ে দেওয়া হয় এবং মুম্বই বিমানবন্দরে নিরাপদে নামানো হয়। যাত্রীদের কথা মাথায় রেখে দ্রুতই বিকল্প বিমানের ব্যবস্থা করা হয়, যাতে তাঁরা অবশিষ্ট যাত্রাপথে কোনও অসুবিধায় না পড়েন।

উক্ত বিমানটিকে সম্পূর্ণভাবে পরীক্ষা ও প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের জন্য গ্রাউন্ড করা হয়েছে। তার আগে পর্যন্ত বিমানটি আর কোনও উড়ান পরিষেবায় যুক্ত থাকবে না বলে জানানো হয়েছে সংস্থার তরফে।

ইন্ডিগোর মুখপাত্র বলেন, “আমাদের কাছে যাত্রী, কর্মী ও বিমানের নিরাপত্তাই প্রথম এবং প্রধান বিষয়। এই অপ্রত্যাশিত ঘটনার জন্য আমরা দুঃখিত, তবে বিমানের দ্রুত ও নিরাপদ অবতরণের জন্য আমরা গর্বিত। সকল যাত্রীকে অন্য বিমানে পাঠানোর ব্যবস্থা দ্রুত করা হয়।”

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts