Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • আকাশে আতঙ্ক! বোমার হুমকি, কাঁপল ইন্ডিগো—জরুরি অবতরণ মুম্বইয়ে
দেশ

আকাশে আতঙ্ক! বোমার হুমকি, কাঁপল ইন্ডিগো—জরুরি অবতরণ মুম্বইয়ে

indigo flight
Email :2

আকাশে উড়তে উড়তেই আচমকা বোমা আতঙ্ক (IndiGo Flight)! সৌদি আরবের জেদ্দা থেকে হায়দরাবাদগামী ইন্ডিগো বিমানে শুক্রবার গভীর রাতে চাঞ্চল্যকর নিরাপত্তা হুমকি আসে। সঙ্গে সঙ্গেই বিমানটিকে (IndiGo Flight) মুম্বইয়ে জরুরি অবতরণ করাতে বাধ্য হন পাইলট। হুমকির আশঙ্কা এতটাই গুরুতর ছিল যে ১৯৮৪ সালের মাদ্রাজ বিমানবন্দর বিস্ফোরণের উল্লেখ করে উড়িয়ে দেওয়ার কথা বলা হয় বলে জানা গিয়েছে। মুহূর্তেই নড়েচড়ে বসে বিমানবন্দর কর্তৃপক্ষ ও নিরাপত্তা সংস্থাগুলি।

ইন্ডিগোর ৬ই৬৮ নম্বর উড়ানে তখন আতঙ্কের ছায়া। বিমান মুম্বইয়ে নামতেই CISF, বোম্ব স্কোয়াড, এয়ারপোর্ট সিকিউরিটি টিম ও পুলিশের বিশাল বাহিনী বিমানটিকে ঘিরে ধরে। যাত্রীদের নিরাপদে বের করে এনে শুরু হয় তল্লাশি (IndiGo Flight)। দীর্ঘ অনুসন্ধানের পর কোনও বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু মেলেনি বলে জানিয়েছে বিমান সংস্থা।

ইন্ডিগোর (IndiGo Flight) বিবৃতিতে বলা হয়েছে, “১ নভেম্বর ২০২৫-এ জেদ্দা থেকে হায়দরাবাদগামী ফ্লাইটে নিরাপত্তা হুমকি আসায় প্রোটোকল মেনে ফ্লাইটকে মুম্বইয়ে নামানো হয়। প্রয়োজনীয় সব পরীক্ষা করা হয়েছে। যাত্রীদের সুরক্ষাই আমাদের প্রথম অগ্রাধিকার।” পাশাপাশি অসুবিধায় পড়া যাত্রীদের জন্য খাবার, জল এবং প্রয়োজনীয় সাহায্যের ব্যবস্থা করা হয় বলে জানিয়েছে সংস্থা।

ভোররাতের ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ালেও শেষ পর্যন্ত স্বস্তির নিশ্বাস ফেলেছে সবাই। কে বা কারা এই হুমকি বার্তা পাঠাল, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থাও নজর রাখছে ঘটনার উপর। বিমান ছাড়ার আগে একাধিকবার চেকিং করা হবে বলে জানা গিয়েছে।

আকাশপথে বাড়তে থাকা হুমকির মাঝেই ফের একবার বড় দুর্ঘটনা এড়াল ভারতীয় বিমান চলাচল ব্যবস্থা। যাত্রীদের সুরক্ষায় পাইলট থেকে সিকিউরিটি—সবাইকে ধন্যবাদ জানিয়েছেন যাত্রীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts