Shopping cart

TnewsTnews
  • Home
  • ভাইরাল
  • বিদেশে নদী পরিষ্কার, বাগানে নেই গুটখার প্যাকেট—এই ভিডিও দেখলে আপনি লজ্জা পাবেন ভারতীয় হয়ে!
দেশ

বিদেশে নদী পরিষ্কার, বাগানে নেই গুটখার প্যাকেট—এই ভিডিও দেখলে আপনি লজ্জা পাবেন ভারতীয় হয়ে!

ongkong
Email :6

এক ভারতীয় ট্রাভেল ভ্লগার (Indian Vlogger) হংকং ঘুরে শেয়ার করলেন এমন এক ভিডিও যা মুহূর্তেই ভাইরাল হয়ে উঠেছে সামাজিক মাধ্যমে। ভিডিওটির শিরোনাম, “Sad to see Hong Kong”—তবে দুঃখটা কোনো বিলাসী জীবনযাত্রা দেখে নয়, বরং নিজের দেশের জন্য। সেই ভিডিওতে স্পষ্ট করে উঠে এসেছে কেন বিদেশি শহরগুলো আমাদের তুলনায় বেশি ‘উন্নত’ বলে মনে হয়।

ভ্লগার সমল (Indian Vlogger) , যিনি ভিডিওটি ইনস্টাগ্রামে পোস্ট করেন, তাকে দেখা যায় হংকং-এর একটি পরিষ্কার-পরিচ্ছন্ন নদীর ধারে হাঁটতে হাঁটতে বলতে, “বিদেশে এমন কিছু নেই যা আমাদের দেশে নেই। আমাদের শহরগুলোও ঠিক এমন হতে পারে, যদি সরকার এবং জনগণ একসঙ্গে চায়। আমাদের কাছে আছে সবকিছু—উঁচু বিল্ডিং, সবুজ পরিবেশ, নদী—শুধু নেই শৃঙ্খলা ও সচেতনতা।”

তিনি (Indian Vlogger) আরও বলেন, “আসল পার্থক্যটা হচ্ছে পরিচ্ছন্নতা এবং নাগরিক বোধে। এখানে ফুলের বাগানে শুধু ফুলই থাকে, গুটখার প্যাকেট বা পানের পিক নয়। কেউ ফুল ছিঁড়ে না, গাছ চুরি করে না। রাস্তাগুলো ঝকঝকে, নদীগুলো প্লাস্টিকমুক্ত। এগুলো ছোটখাটো বিষয় মনে হলেও, এই ছোট ভুলগুলোই আমাদের দেশকে পিছিয়ে দিচ্ছে।”

ভিডিওটি পোস্ট হতেই নেটিজেনদের প্রতিক্রিয়ায় (Indian Vlogger) ভরে যায় কমেন্ট সেকশন। এক ব্যবহারকারী লেখেন, “পরিচ্ছন্নতা ও পরিপাটি অবকাঠামো—এই দুটোই আমাদের সবচেয়ে বড় ঘাটতি।” আরেকজন বলেন, “আমরা এতটাই ব্যস্ত জাত-ধর্ম-ভাষা নিয়ে ঝগড়া করতে, যে নাগরিক শৃঙ্খলার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে নজর দেওয়ার সময়ই নেই।”

তবে কিছু ব্যবহারকারী একমত না হয়েও তাদের অভিজ্ঞতা শেয়ার করেছেন। কেউ লিখেছেন, “আমি হংকং গিয়ে হতাশ হয়েছিলাম। আলাদা কিছুই মনে হয়নি। একই ধরনের শপিং মল, আর দরিদ্র মানুষও আছে। তবে হ্যাঁ, শৃঙ্খলা ও পরিচ্ছন্নতা ওদের শক্তি।”

এই ভিডিও ঘিরে ফের আলোচনায় উঠে এসেছে ভারতীয় শহরগুলোর বেহাল নাগরিক চেতনা। ভ্লগার সমলের মতামত স্পষ্ট—“আমরাও পারি। শুধু শিখতে হবে এবং প্রয়োগ করতে হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts