Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

TnewsTnews
  • Home
  • দেশ
  • Indian Navy: পহেলগাঁওয়ে নারকীয় হামলার পর বদলার জ্বলে উঠেছে ভারত, নৌসেনার যুদ্ধপ্রস্তুতির বার্তা পাকিস্তানকে
দেশ

Indian Navy: পহেলগাঁওয়ে নারকীয় হামলার পর বদলার জ্বলে উঠেছে ভারত, নৌসেনার যুদ্ধপ্রস্তুতির বার্তা পাকিস্তানকে

Email :4

পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন ২৬ জন নিরপরাধ মানুষ (Indian Navy)। দেশজুড়ে ক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছে (Indian Navy)। সাধারণ মানুষের কণ্ঠে একটাই দাবি— বদলা চাই (Indian Navy)। পাক জঙ্গি সংগঠন কীভাবে সীমান্ত পেরিয়ে এসে হামলা চালাল, তা নিয়ে শুরু হয়েছে তৎপর তদন্ত (Indian Navy)। কাশ্মীরজুড়ে চলছে চিরুনি তল্লাশি (Indian Navy)।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাফ জানিয়েছেন, পহেলগাঁওয়ের হামলার যোগ্য জবাব ভারত দেবেই। এরই মাঝে চর্চায় উঠে এসেছে ভারতীয় নৌসেনার এক পোস্ট। এক্স-এ (পূর্বতন টুইটার) পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, জলে পরপর দাঁড়িয়ে রয়েছে পাঁচটি যুদ্ধজাহাজ।
বিশেষজ্ঞদের মতে, এটি পাকিস্তানের উদ্দেশে ভারতের একটি স্পষ্ট ও সতর্কবার্তা।

ভারত ইতিমধ্যেই কূটনৈতিক স্তরেও কড়া জবাব দিয়েছে। স্থগিত করা হয়েছে ১৯৬০ সালের সিন্ধু জলচুক্তি। বন্ধ করা হয়েছে আটারি সীমান্ত। পাশাপাশি, সমস্ত পাকিস্তানি নাগরিককে ভারত ছাড়ার নির্দেশও দিয়েছে দিল্লি। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশের প্রতিটি রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলে এই সিদ্ধান্ত কার্যকর করার উদ্যোগ নিয়েছেন।কাশ্মীরের গায়ে কোনো দাগ রাখতে দিতে নারাজ ভারতীয় সেনা। পহেলগাঁও হামলায় অভিযুক্ত জঙ্গিদের চিহ্নিত করে, তাদের বাড়ি গুঁড়িয়ে দিচ্ছে সেনাবাহিনী। রাত-দিন তল্লাশি অভিযান চালিয়ে জঙ্গিদের মূল ঘাঁটিগুলি ধ্বংস করা হচ্ছে একের পর এক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts