Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • তিলোত্তমা হত্যায় সিবিআইয়ের ৭ মাসের নীরবতা! এক বছরের মাথায় বিস্ফোরক অভিযোগ পরিবারে
দেশ

তিলোত্তমা হত্যায় সিবিআইয়ের ৭ মাসের নীরবতা! এক বছরের মাথায় বিস্ফোরক অভিযোগ পরিবারে

supreme court
Email :6

আরজি কর কাণ্ডে এক বছরের মাথায় ফের তীব্র প্রশ্নের মুখে সিবিআইয়ের তদন্ত। আগামী তিন দিনের মধ্যে পূর্ণ হবে তিলোত্তমা হত্যার এক বছর, আর তার আগেই সুপ্রিম কোর্টে (Supreme Court) নির্যাতিতার পরিবারের আইনজীবী অভিযোগ করলেন— গত সাত মাসে সিবিআই একটিও স্টেটাস রিপোর্ট জমা দেয়নি। এই মারাত্মক অভিযোগের পাশাপাশি তিলোত্তমার পরিবার জানিয়েছে, শীর্ষ আদালতের নির্দেশে গঠিত জাতীয় টাস্ক ফোর্স (এনটিএফ)-কে তারা নিজেদের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ দিয়েছে।

গত বছরের ৯ আগস্ট, আরজি কর মেডিক্যাল কলেজের সেমিনার হলে নৃশংসভাবে খুন করা হয় জুনিয়র ডাক্তার তিলোত্তমাকে। সেই হত্যাকাণ্ডে গোটা রাজ্যে তোলপাড় পড়ে যায়। নিম্ন আদালত ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে আমৃত্যু কারাদণ্ড দেয়। কিন্তু তিলোত্তমার পরিবারের দাবি, খুনে শুধু একজন নয়— আরও কয়েকজন জড়িত রয়েছে, যাদের বিরুদ্ধে এখনো কার্যকর ব্যবস্থা নেয়নি সিবিআই (Supreme Court) ।

মঙ্গলবার বিচারপতি (Supreme Court) এমএম সুন্দরেশ এবং বিচারপতি এনকে সিংয়ের বেঞ্চে হাজির হয়ে নির্যাতিতার পরিবারের আইনজীবী করুণা নন্দী জানান, “হাইকোর্টে মামলা বিচারাধীন থাকলেও, সিবিআই গত সাত মাসে কোনও স্টেটাস রিপোর্ট দেয়নি।”

উল্লেখ্য, আরজি কর কাণ্ডের পর চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সুপ্রিম কোর্ট নিজে  থেকেই নড়েচড়ে বসে এবং ন্যাশনাল টাস্ক ফোর্স গঠনের নির্দেশ দেয়। কেন্দ্রের পক্ষ থেকে আদালতকে জানানো হয়েছে, রেজিস্ট্রির তরফে দেওয়া ইমেইল আইডিতে বিভিন্ন ক্ষেত্র থেকে আসা সমস্ত পরামর্শ এনটিএফ খতিয়ে দেখছে। তিলোত্তমার পরিবারও জানিয়েছে, তারাও কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব দিয়েছে।

আদালত নির্দেশ দিয়েছে, বিভিন্ন পক্ষের দেওয়া এই সমস্ত পরামর্শের উপর একটি বিস্তারিত রিপোর্ট জমা দিতে হবে এনটিএফকে। মামলার পরবর্তী শুনানি নির্ধারিত হয়েছে আগামী ৭ অক্টোবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts