মধ্যপ্রাচ্যে ফের অশান্তির ছায়া! ইরানে (Iran) নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। এই প্রেক্ষাপটে জরুরি সতর্কবার্তা জারি করল তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস। জানানো হয়েছে, বিশেষ প্রয়োজন না থাকলে কেউ যেন এখন ইরান ভ্রমণ না করেন। পরিস্থিতির জটিলতা ও অনিশ্চয়তা মাথায় রেখে এই সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার (Iran)।
সম্প্রতি ইরান (Iran) ও ইজরায়েলের মধ্যে সংঘর্ষে কার্যত যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল। যদিও বর্তমানে দুই দেশের মধ্যে সাময়িক সংঘর্ষবিরতি চলছে, তবুও ইরানের অভ্যন্তরে নিরাপত্তা সংক্রান্ত ঝুঁকি রয়ে গিয়েছে বলেই মনে করছে ভারতীয় কর্তৃপক্ষ।
মঙ্গলবার দূতাবাসের (Iran) তরফে একটি আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়েছে, গত কয়েক সপ্তাহে ইরানে নিরাপত্তাজনিত সঙ্কট প্রকট হয়ে উঠেছে। সেই কারণেই ভারতীয় নাগরিকদের পরামর্শ দেওয়া হয়েছে, কেউ যেন খুব প্রয়োজন ছাড়া ওই দেশে ভ্রমণ না করেন। একই সঙ্গে যারা ইতিমধ্যেই ইরানে রয়েছেন, তাদেরকে বলা হয়েছে পরিস্থিতির উপর কড়া নজর রাখতে এবং ভারত সরকারের জারি করা সমস্ত নির্দেশিকা ও সতর্কতা মেনে চলতে।
এছাড়াও দূতাবাসের তরফে জানানো হয়েছে, ইরান ছাড়তে ইচ্ছুক ভারতীয়রা যেন বাণিজ্যিক বিমান বা জাহাজের সাহায্যে যত দ্রুত সম্ভব ফিরে আসার উদ্যোগ নেন।
এই সতর্কবার্তাকে ঘিরে প্রবাসী ভারতীয়দের মধ্যে চিন্তা বাড়তে শুরু করেছে। ভারতীয় প্রশাসনও পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে বলে সূত্রের খবর।