Shopping cart

TnewsTnews
  • Home
  • দেশ
  • Kashmir: কাশ্মীরে মিলল জঙ্গিঘাঁটির সন্ধান! যৌথ অভিযানে ধ্বংস জঙ্গি ঘাঁটি, উদ্ধার আইইডি ও যোগাযোগ যন্ত্র
দেশ

Kashmir: কাশ্মীরে মিলল জঙ্গিঘাঁটির সন্ধান! যৌথ অভিযানে ধ্বংস জঙ্গি ঘাঁটি, উদ্ধার আইইডি ও যোগাযোগ যন্ত্র

Email :9

উপত্যকায় (Kashmir) জঙ্গি দমন অভিযানে বড় সাফল্য পেল ভারতীয় সেনাবাহিনী ও জম্মু-কাশ্মীর পুলিশ। সোমবার সুরানকোটের জঙ্গলে (Kashmir) গোপন একটি জঙ্গি ঘাঁটির হদিস পেয়ে তা সফলভাবে ধ্বংস করা হয়েছে। অভিযান চালিয়ে যৌথ বাহিনী ঘাঁটি (Kashmir) থেকে উদ্ধার করেছে পাঁচটি আইইডি, একাধিক কমিউনিকেশন ডিভাইস ও অন্যান্য গুরুত্বপূর্ণ ইলেকট্রনিক সরঞ্জাম।

সূত্রের খবর, পহেলগাঁওয়ে সম্প্রতি ঘটে যাওয়া জঙ্গি হামলার পর উপত্যকা জুড়ে চিরুনি তল্লাশি চালাচ্ছে নিরাপত্তাবাহিনী। তারই অংশ হিসেবে সুরানকোটে অভিযান চালিয়ে ওই ঘাঁটি চিহ্নিত করা হয়। সেনার উপস্থিতি টের পেয়েই ঘাঁটি ত্যাগ করে জঙ্গিরা আশেপাশের জঙ্গলে গা-ঢাকা দেয় বলে মনে করা হচ্ছে।

যৌথ বাহিনী জানিয়েছে, উদ্ধার হওয়া কমিউনিকেশন ডিভাইসগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ সূত্র হয়ে উঠতে পারে। এই যন্ত্রগুলোর মাধ্যমেই পাকিস্তানে অবস্থিত বিভিন্ন জঙ্গি লঞ্চ প্যাডের সঙ্গে যোগাযোগ রাখত উপত্যকার জঙ্গিরা। এর ফলে জঙ্গি কার্যকলাপে বড় ধাক্কা লাগবে বলে আশা সেনা ও পুলিশের।

সেনা সূত্রে আরও অনুমান, সুরানকোট এলাকায় আরও একাধিক জঙ্গি ঘাঁটি বা লঞ্চ প্যাড লুকিয়ে রয়েছে। উদ্ধার হওয়া তথ্য বিশ্লেষণ করে সেইসব ঘাঁটির অবস্থান শনাক্ত করার চেষ্টা চলছে। যে কোনও সময় জঙ্গিদের সঙ্গে এনকাউন্টার শুরু হতে পারে বলেও আশঙ্কা।

বর্তমানে এলাকায় তল্লাশি ও নজরদারি জোরদার করা হয়েছে। অভিযান চলছে জোরকদমে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts