ভারত-পাকিস্তান উত্তেজনার আবহে আর কোনও দেরি নয় (Indian air force)—এবার কার্যত যুদ্ধের প্রস্তুতি শুরু করে দিল ভারত। পাক সীমান্ত ঘেঁষা রাজস্থানে বুধবার রাতে চূড়ান্ত যুদ্ধ মহড়ায় নামছে ভারতীয় বায়ুসেনা (Indian air force)। চলবে টানা সাড়ে পাঁচ ঘণ্টা। বৃহস্পতিবারও এই মহড়ার দ্বিতীয় পর্ব চলবে বলে সূত্রের খবর (Indian air force)।
বায়ুসেনা সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই সমস্ত এয়ারম্যান ও বায়ুসেনা কর্মীদের উদ্দেশে মহড়ার নোটিশ জারি হয়েছে। বুধবার রাত সাড়ে ৯টা থেকে শুরু হয়ে বৃহস্পতিবার ভোর পর্যন্ত চলবে এই মহড়া। ওই সময় সীমান্তবর্তী অঞ্চলের বিমানবন্দরে বেসামরিক বিমান ওঠানামায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জারি হয়েছে NOTAM (Notice to Airmen)। নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে নিয়ন্ত্রিত থাকবে অসামরিক বিমান চলাচল।
এই মহড়ায় অংশ নিতে চলেছে একাধিক শক্তিশালী যুদ্ধবিমান ও নজরদারি বিমান। থাকতে পারে মিরাজ ২০০০, সুখোই-৩০, এবং অত্যাধুনিক রাফালে যুদ্ধবিমান। একইসঙ্গে অংশ নিতে পারে দেশীয় প্রযুক্তিতে তৈরি অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার ‘রুদ্র’।
এছাড়াও যুদ্ধসজ্জার তালিকায় থাকছে মার্কিন প্রযুক্তিতে তৈরি এম-৭৭৭ আলট্রা-লাইট হাউইৎজার কামান, সোয়ার্ম ড্রোন, আত্মঘাতী ড্রোন এবং এপিডি ড্রোনের মহড়া। লক্ষ্য, শত্রুর যেকোনও আগ্রাসন মোকাবিলায় প্রস্তুতি ঝালিয়ে নেওয়া।
এই মহড়াকে ঘিরে গোটা সীমান্তবর্তী অঞ্চলজুড়ে বাড়ানো হয়েছে নজরদারি। বায়ুসেনার এই পদক্ষেপ ভারত-পাক দ্বন্দ্বে পরবর্তী গুরুত্বপূর্ণ কৌশলগত বার্তা বলেই মনে করছে প্রতিরক্ষা বিশ্লেষক মহল।