ভারত-পাকিস্তানের সাম্প্রতিক সংঘাত থামাতে যে যুক্তরাষ্ট্র সক্রিয়ভাবে মধ্যস্থতা করেছে, তা আর নতুন নয় (India Pakistan tension)। তবে এই উদ্যোগ শুধু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইচ্ছার ফল নয়, বরং তার পেছনে ছিল এক গোপন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য (India Pakistan tension), যা পাওয়ার পরই তড়িঘড়ি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স (India Pakistan tension)।
সিএনএনের রিপোর্ট অনুযায়ী, পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার পর থেকেই ভারত ও পাকিস্তানের মধ্যে বাড়তে থাকা উত্তেজনার দিকে নজর রাখছিল মার্কিন প্রশাসন। ‘অপারেশন সিঁদুর’-এর মাধ্যমে ভারতীয় সেনার প্রতিরোধ এবং তার জেরে সীমান্তে যুদ্ধ পরিস্থিতি—এই সবকিছু সম্পর্কে ওয়াকিবহাল ছিলেন মার্কিন নেতৃত্ব।
গত শুক্রবার, মার্কিন গোয়েন্দাদের কাছ থেকে এক ‘স্পর্শকাতর এবং উদ্বেগজনক’ তথ্য হাতে আসে জেডি ভান্সের। সূত্র অনুযায়ী, এই তথ্য এতটাই গুরুত্বপূর্ণ ও সময়সাপেক্ষ ছিল যে, দেরি না করে তিনি ফোন করেন প্রধানমন্ত্রী মোদীকে। সেই ফোনালাপে ভান্স মোদীকে জানান, যদি ভারত-পাক সংঘাত সপ্তাহান্ত পর্যন্ত চলতে থাকে, তবে সেটি ভয়ঙ্কর রূপ নিতে পারে এবং দক্ষিণ এশিয়ার পরিস্থিতি চরমে উঠতে পারে।
ভান্স মোদীকে আলোচনায় বসার পরামর্শ দেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সমঝোতা পরিকল্পনাও ভাগ করে নেন। ফোনালাপের পরেই আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের আধিকারিকরা সারা রাত ধরে দিল্লি ও ইসলামাবাদের সঙ্গে টানা যোগাযোগ রাখেন এবং দুই দেশকে আলোচনায় বসার জন্য বোঝাতে থাকেন।
আশ্চর্যজনকভাবে, সেই ফোনালাপের ২৪ ঘণ্টার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করেন ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির কথা। অথচ তার আগের দিনই ভাইস প্রেসিডেন্ট ভান্স বলেছিলেন, “এই সংঘাতে আমেরিকার কিছু করার নেই।”
এই নাটকীয় মোড় আমেরিকার কূটনৈতিক তৎপরতা এবং গোপন গোয়েন্দা তথ্যের গুরুত্বকেই তুলে ধরছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।