Shopping cart

TnewsTnews
  • Home
  • দেশ
  • India Pakistan Tension: ভারতের আকাশে দুর্ভেদ্য ঢাল! দেশে আসতে চলেছে আরও S-400 ট্রায়াম্প ক্ষেপণাস্ত্র
দেশ

India Pakistan Tension: ভারতের আকাশে দুর্ভেদ্য ঢাল! দেশে আসতে চলেছে আরও S-400 ট্রায়াম্প ক্ষেপণাস্ত্র

Email :4

সাম্প্রতিক ভারত-পাকিস্তান সামরিক উত্তেজনায় (India Pakistan Tension) ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সাফল্যের পর ভারত রাশিয়ার কাছে অতিরিক্ত S-400 ট্রায়াম্প ক্ষেপণাস্ত্র চেয়েছে বলে সূত্রের বরাতে জানিয়েছে সংবাদ সংস্থা PTI। মস্কো ইতিমধ্যেই ইতিবাচক সাড়া দিয়েছে বলেও জানা গেছে (India Pakistan Tension)। তা খুব তাড়াতাড়ি ভারতে (India Pakistan Tension) আসতে চলেছে S-400 ট্রায়াম্প ক্ষেপণাস্ত্র।

রাশিয়া থেকে কেনা S-400 মোদি সরকারের কৌশলগত সাফল্য
২০১৮ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপস্থিতিতে স্বাক্ষরিত ৩৫,০০০ কোটি টাকার এই চুক্তি সেই সময় যুক্তরাষ্ট্রের CAATSA (Countering America’s Adversaries Through Sanctions Act)-র হুমকিকে উপেক্ষা করেই করা হয়েছিল। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার ভয়কে উপেক্ষা করে ভারত তার কৌশলগত স্বনির্ভরতা বজায় রেখেছে।

রাশিয়া ২০২১ সালের ডিসেম্বরে প্রথম S-400 ইউনিট হস্তান্তর করে। বর্তমানে পাকিস্তান ও চীন সীমান্তে তিনটি স্কোয়াড্রন সম্পূর্ণ সক্রিয়।

পাকিস্তানের আক্রমণ ব্যর্থ, প্রতিরোধে একত্রে কাজ করেছে S-400 সহ একাধিক প্রযুক্তি
পাকিস্তান সম্প্রতি ১৫টি ভারতীয় শহরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা করে — যার মধ্যে ছিল শ্রীনগর, জম্মু, অমৃতসর, লুধিয়ানা, চণ্ডীগড় ও ভূজ। তবে ভারতের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সমস্ত হামলা প্রতিহত করে। কোনও ক্ষেপণাস্ত্র লক্ষ্যভ্রষ্ট হয়নি, প্রত্যেকটিকেই মাঝপথে ধ্বংস করা হয়।

এই সাফল্যের পেছনে ছিল:

S-400 ট্রায়াম্প সিস্টেম

বারাক-৮ ক্ষেপণাস্ত্র

আকাশ সারফেস-টু-এয়ার ক্ষেপণাস্ত্র

DRDO-র অ্যান্টি-ড্রোন প্রযুক্তি

ইন্টিগ্রেটেড কাউন্টার-ইউএএস গ্রিড (UAS)

একটি সূত্র জানায়, “এইসব প্রযুক্তির সম্মিলিত ব্যবহার একটি অবিনাশী এয়ার শিল্ড তৈরি করেছে।”

প্রতিরোধেই থামেনি ভারত, পাল্টা হামলায় পাকিস্তানের এয়ার ডিফেন্স ধ্বংস
ভারত শুধু আত্মরক্ষা করেই থেমে থাকেনি, বরং দ্রুত ও নিখুঁত প্রতিরোধমূলক হামলা চালায়। ‘অপারেশন সিন্দুর’-এর অধীনে ভারতীয় বাহিনী পাকিস্তানের গভীরে ঢুকে লাহোরে HQ-9 এয়ার ডিফেন্স ইউনিট ধ্বংস করে ও গুরুত্বপূর্ণ রাডার ইনফ্রাস্ট্রাকচার ক্ষতিগ্রস্ত করে।

এই অভিযানে প্রথমবারের মতো ব্যবহার হয় দেশে তৈরি লোটারিং মিউনিশন (Suicide Drones) — যেগুলিকে ২০২১ সালে অর্ডার করা হয়েছিল।

১০০-র বেশি জঙ্গি নিধন, IC-814 হাইজ্যাকের মাস্টারমাইন্ডও নিহত
এই অভিযানে পাকিস্তান ও পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গি ঘাঁটি ধ্বংস হয়। নিহত হয় ১০০-রও বেশি জঙ্গি, যার মধ্যে ছিল IC-814 বিমান হাইজ্যাকের মূল পরিকল্পনাকারী।

ভারতের আকাশ প্রতিরক্ষা ক্ষমতা আন্তর্জাতিক মানে পৌঁছেছে
রাফাল যুদ্ধবিমান, SCALP ও HAMMER মিসাইলসহ ভারতীয় সেনার সম্পূর্ণ সমন্বিত প্রতিরক্ষা এবং আক্রমণাত্মক কৌশল পাকিস্তানের সীমিত প্রতিরক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণভাবে দুর্বল করে দেয়। সূত্রের মতে, “ভারতের প্রতিরক্ষা বলয় পাকিস্তানের প্রতিরক্ষা ব্যবস্থার ফাঁপা অবস্থা উন্মোচন করেছে।”

এই ঘটনার পরে ভারতের অতিরিক্ত S-400 কেনার সিদ্ধান্ত একদিকে যেমন প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করবে, তেমনি মোদি সরকারের কৌশলগত অবস্থানকে আরও দৃঢ় করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts