Shopping cart

TnewsTnews
  • Home
  • দেশ
  • India Pakistan Tension: গুলির দিন শেষ হবে কবে? ভারত পাকিস্তান ডিজিএমও বৈঠকে কী সিদ্ধান্ত নেওয়া হল
দেশ

India Pakistan Tension: গুলির দিন শেষ হবে কবে? ভারত পাকিস্তান ডিজিএমও বৈঠকে কী সিদ্ধান্ত নেওয়া হল

Email :1

ভারত ও পাকিস্তানের মধ্যে (India Pakistan Tension) আর গুলি বিনিময় হবে না—এমনই শান্তির বার্তা উঠে এল দুই দেশের সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ের বৈঠকে (India Pakistan Tension)। সোমবার প্রথমবার ডিজিএমও (Director General of Military Operations) পর্যায়ে দুই দেশের মধ্যে আলোচনা হয় যুদ্ধবিরতির পর (India Pakistan Tension)।

ভারতের ডিজিএমও রাজীব ঘাই এবং পাকিস্তানের ডিজিএমও কাশিফ আবদুল্লার মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয় (India Pakistan Tension)। দুপুর ১২টায় বৈঠক হওয়ার কথা থাকলেও তা কিছুটা পিছিয়ে বিকেল ৫টায় শুরু হয় (India Pakistan Tension)। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গেছে, বৈঠকে সীমান্ত পরিস্থিতি, গুলি বিনিময় বন্ধ রাখা এবং সেনা কমানোর মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে v।

দুই দেশই একে অপরের বিরুদ্ধে কোনও রকম শত্রুতামূলক বা আগ্রাসী পদক্ষেপ নেবে না—এই প্রতিশ্রুতি আবারও নিশ্চিত করা হয়। পাশাপাশি সীমান্ত এবং তার পার্শ্ববর্তী এলাকা থেকে সেনা কমানোর বিষয়েও তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার ব্যাপারে একমত হয়েছে উভয় পক্ষ।

উল্লেখ্য, গত শনিবার বিকেলে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, তাঁর মধ্যস্থতায় ভারত ও পাকিস্তান সংঘর্ষ থামাতে সম্মত হয়েছে। এরপর ভারতের বিদেশসচিব বিক্রম মিস্রীও জানান, দুই দেশ যুদ্ধবিরতিতে রাজি হয়েছে এবং সোমবারের ডিজিএমও বৈঠকের কথাও তিনি প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts