সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতি এবং সীমান্ত অঞ্চলে উত্তেজনার আবহে (India Pakistan Tension) পঞ্জাবের পাঁচটি সীমান্তবর্তী জেলায় মঙ্গলবার (১৩ মে) সমস্ত স্কুল বন্ধ রাখা হয়। এছাড়া অমৃতসর এবং হোশিয়ারপুর জেলার দাসুয়া ও মুকেরিয়ান এলাকায় সোমবার রাতে (১২ মে) ব্ল্যাকআউট (India Pakistan Tension) জারি করা হয়, জানিয়েছে সংবাদ সংস্থা PTI। সোমবার রাতে অতিরিক্ত সতর্কতার জেরে অমৃতসরগামী বিমানকে দিল্লিতে ফেরত নিয়ে যাওয়া হয় (India Pakistan Tension)।
পঞ্জাব প্রশাসনের তরফে জানানো হয়েছে, অমৃতসর, পাঠানকোট, ফাজিলকা, ফিরোজপুর ও তরণতারণ—এই পাঁচ জেলায় স্কুলগুলি সতর্কতা মূলকভাবে বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি অমৃতসর ও পাঠানকোটে কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিও বন্ধ রাখা হয়েছে।
তবে অমৃতসর প্রশাসনের তরফে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয় ও কলেজগুলিকে অনলাইনে ক্লাস নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে, যাতে পড়াশোনায় বিঘ্ন না ঘটে।
কোন কোন জেলায় স্কুল-কলেজ বন্ধ:
স্কুল বন্ধ: অমৃতসর, পাঠানকোট, ফাজিলকা, ফিরোজপুর, তরণতারণ
কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ: অমৃতসর, পাঠানকোট
অনলাইন ক্লাসের অনুমতি: অমৃতসরের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে
অন্যদিকে, পঞ্জাবের ষষ্ঠ সীমান্তবর্তী জেলা গুরদাসপুর-এ এবং অভ্যন্তরীণ জেলা সাংলুর ও বরনালাতে মঙ্গলবার থেকে স্কুল খুলে দেওয়া হয়েছে।
কেন এই সিদ্ধান্ত:
সম্প্রতি ভারতের ‘অপারেশন সিঁদুর’-এর পর পাকিস্তানের তরফে পাল্টা হামলার চেষ্টা করা হয়েছিল সীমান্তবর্তী কিছু এলাকায়। সেই প্রেক্ষিতে নিরাপত্তা জোরদার করতে পঞ্জাবের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে সতর্কতা গ্রহণ করা হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, পরিস্থিতি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে থাকলেও ভবিষ্যৎ বিপদের আশঙ্কা মাথায় রেখেই এই ধরণের পদক্ষেপ নিচ্ছে প্রশাসন। সেনা এবং আকাশ প্রতিরক্ষা বাহিনী সর্বোচ্চ সতর্কতায় রয়েছে।