Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • ভাঙা জোটে ফের প্রাণ ঢোকাতে রাহুল গান্ধীর রাতের বৈঠক! থাকছেন অভিষেকও?
দেশ

ভাঙা জোটে ফের প্রাণ ঢোকাতে রাহুল গান্ধীর রাতের বৈঠক! থাকছেন অভিষেকও?

rahul gandhi a
Email :2

লোকসভা ভোট মিটতেই ছিন্নভিন্ন হয়ে গিয়েছিল ইন্ডিয়া জোট (India bloc)। যে ঐক্য নিয়ে ভোটের আগে হইচই পড়ে গিয়েছিল, তা যেন ভোটের ফল বেরোতেই হারিয়ে যায়। এবার সেই ইন্ডিয়া জোটকেই (India bloc) আবার জীবন্ত করে তুলতে কোমর বেঁধেছেন রাহুল গান্ধী। বিরোধী ঐক্যের নিশানায় এক নতুন প্রচেষ্টা—নিজের বাসভবনে এক নৈশভোজে আমন্ত্রণ জানালেন ইন্ডিয়া জোটের শীর্ষ নেতাদের (India bloc)।

আজ, দিল্লিতে রাহুল গান্ধীর বাসভবনে আয়োজিত এই নৈশভোজ সভা ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক উত্তেজনা (India bloc)। জানা গিয়েছে, বৈঠকে উপস্থিত থাকতে পারেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। ভোট-পরবর্তী বিরোধী জোটের এই প্রথম বড় জমায়েত, যেখানে আলোচনা হবে একাধিক গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে।

এই নৈশভোজ বৈঠকের অন্যতম মুখ্য (India bloc) এজেন্ডা হল আগামী ১১ অগাস্ট নির্বাচন কমিশনের অভিযানের রূপরেখা। কংগ্রেস চাইছে, ইন্ডিয়া জোট যেন একসঙ্গে পথ হাঁটে, বার্তা দেয় জনমতের দিশা বদলের। পাশাপাশি, সংসদে বিরোধীদের ফ্লোর কোঅর্ডিনেশন কিভাবে আরও কার্যকরী করা যায়, তা নিয়েও বিশদে আলোচনা হবে।

বিশেষ করে এসআইআর (SIR) ইস্যু—যা নিয়ে তীব্র বিরোধিতায় সরব হয়েছে বিভিন্ন রাজ্য—সেটিকে ঘিরেই তৈরি হচ্ছে দেশব্যাপী আন্দোলনের পরিকল্পনা। বাংলা সহ একাধিক রাজ্যে যে ভাবে এই আইন নিয়ে প্রশ্ন উঠছে, তাতে বিরোধীরা এবার তা জনমানসে প্রতিষ্ঠিত করতে চাইছে। আজকের এই বৈঠকে তা নিয়ে রূপরেখা তৈরি হতে পারে।

তবে এই বৈঠকের আরও একটি গুরুত্বপূর্ণ দিক হল উপরাষ্ট্রপতি নির্বাচন। জগদীপ ধনখড়ের ইস্তফার পর উপ-রাষ্ট্রপতি পদে নির্বাচন ঘোষণা হয়েছে। এবার বিরোধীরা কাকে সামনে রাখবে? তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। একাধিক নাম ঘুরছে, তবে আজকের আলোচনা থেকেই নির্ধারিত হতে পারে বিরোধী প্রার্থীর মুখ।

এদিকে বিহার বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কংগ্রেস যে রাহুল গান্ধীকে বিরোধী ঐক্যের প্রধান মুখ হিসেবে তুলে ধরতে চাইছে, তা আজকের নৈশভোজই প্রমাণ করছে। বিরোধী জোটকে চাঙ্গা করা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতির মাধ্যমে তৃণমূলের সক্রিয়তা নিশ্চিত করা এবং দেশজুড়ে এসআইআর বিরোধিতার মঞ্চ গড়ে তোলা—এই সব কিছুই মিলেমিশে আজকের রাহুল-আয়োজিত নৈশভোজ বৈঠককে করে তুলছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts