পাকিস্তানের পাশে দাঁড়িয়ে সামরিক সাহায্য করার অভিযোগে কড়া পদক্ষেপ ভারতের (Turkey)। তুরস্কের সেলেবি এভিয়েশন (Celebi Aviation)-এর নিরাপত্তা ছাড়পত্র (Security Clearance) তৎক্ষণাৎ বাতিল করল (Turkey) বেসামরিক বিমান চলাচল নিরাপত্তা দফতর (BCAS)।
সেলেবি (Turkey) এভিয়েশন ভারতের নয়টি প্রধান বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিং ও কার্গো পরিষেবা দিচ্ছিল। দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু, হায়দরাবাদ, চেন্নাই, গোয়া, আহমেদাবাদ, কোচিন ও কান্নুর-এর মতো গুরুত্বপূর্ণ বিমানবন্দরে কাজ করছিল এই তুরস্কের সংস্থা।
BCAS-এর সরকারি বিবৃতিতে জানানো হয়, “সেলেবি এয়ারপোর্ট সার্ভিসেস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড”-এর নিরাপত্তা ছাড়পত্র বাতিল করা হল জাতীয় নিরাপত্তার স্বার্থে। এই ছাড়পত্র ২১ নভেম্বর, ২০২২-এ দেওয়া হয়েছিল, যা এখন বাতিল হওয়ায় কোম্পানির সব পরিষেবা বন্ধ।
সম্প্রতি ভারত-পাকিস্তান সংঘর্ষের আবহে তুরস্কের ভূমিকা নিয়ে একাধিক রিপোর্ট সামনে আসে, যেখানে দাবি করা হয় যে তুরস্ক পাকিস্তানকে ড্রোন ও নজরদারির সরঞ্জাম দিয়ে সাহায্য করেছে। ভারতের পালটা অভিযানের সময় (অপারেশন ‘সিন্দুর’), পাকিস্তানের বহু সন্ত্রাসবাদী ঘাঁটি ও সামরিক স্থাপনায় ভারতীয় বাহিনী হামলা চালায়। সেই সময় তুরস্কের দুই বেসামরিক ঠিকাদার নিহত হয় বলে তথ্য উঠে আসে।
পাকিস্তানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ভারত যে কঠোর পদক্ষেপ নেয়, তাতে তুরস্কের সক্রিয় সহায়তা প্রমাণিত হওয়ার পর ভারতের জাতীয় নিরাপত্তা প্রশ্নে এই সিদ্ধান্ত বলে জানিয়েছে BCAS।
দেশজুড়ে তুরস্ক বয়কটের ডাক ওঠার মধ্যেই ইন্ডিগো এয়ারলাইন্স তুর্কি এয়ারলাইন্সের সঙ্গে মৈত্রীর পক্ষে মত দেয়। এতে সাধারণ মানুষের বিরক্তি বাড়ে। তুরস্কের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে করা সমস্ত সহযোগিতা চুক্তি (MoU) বাতিল করেছে JNU ও জামিয়া মিলিয়া ইসলামিয়া। জাতীয় স্বার্থে ও জনমানসে তুরস্কের বিরোধিতার কারণে এই পদক্ষেপ।
BJP-র আইটি সেল প্রধান অমিত মালব্য বলেন, “যে দেশের সরকার আমাদের শত্রুকে অস্ত্র দেয়, তাদের কোম্পানি ভারতের স্পর্শকাতর পরিকাঠামোতে কাজ করতে পারবে না — এটাই বার্তা।”
মেজর জেনারেল (অব.) জি.ডি. বক্সি বলেন, তুরস্ককে সম্পূর্ণভাবে বয়কট করা উচিত এবং ভারতের উচিত গ্রিসকে ব্রহ্মোস মিসাইল দিয়ে সাহায্য করা। চেম্বার অফ কমার্স ও ট্যুরিজম কমিটির চেয়ারম্যান সুভাষ গোয়েল বলেন, “ভূমিকম্পে আমরা সাহায্য করেছিলাম। ডাক্তার, মেডিকেল স্কোয়াড পাঠিয়েছিলাম। অথচ তারাই আজ শত্রুর পাশে দাঁড়িয়েছে। আমরা তুরস্ক ও আজারবাইজানকে বয়কট করছি।”
সেলেবির কাজ বন্ধ হওয়ার পর, AISATS ও বার্ড গ্রুপ-কে ভারতের ৯টি বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিং-এর দায়িত্ব দেওয়া হয়েছে। কার্গোর জন্যও অনুমোদিত সংস্থাগুলির মাধ্যমে পরিষেবা চালু রাখা হবে।