মঙ্গলবার ভোররাতে তেলঙ্গানার হায়দরাবাদ (Hyderabad) সিটি সিভিল কোর্টে একটি ভয়াবহ ইমেল পৌঁছায়। সেই ইমেলে লেখা ছিল, শহরের চারটি গুরুত্বপূর্ণ স্থানে বিস্ফোরক পুঁতে রাখা হয়েছে। ভয়াবহ এই বার্তা আদালতের ইমেল বক্সে আসে রাত ৩টা ১৫ মিনিটে। তবে বিষয়টি নজরে আসে সকাল ১১টা নাগাদ, তখনই তড়িঘড়ি পুলিশকে জানানো হয়।
বিস্ফোরণের হুমকির ইমেলটি পাঠানো (Hyderabad) হয় ‘আবিদা আবদুল্লাহ’ নামের এক অজানা প্রেরকের তরফ থেকে। ইমেলে দাবি করা হয়, সিটি সিভিল কোর্ট, বিচারকের চেম্বার, জিমখানা ক্লাব এবং বিচারকদের কোয়ার্টারে চারটি জায়গায় RDX ও আইইডি বিস্ফোরক রাখা হয়েছে (Hyderabad)। হুঁশিয়ারি দিয়ে বলা হয়, সিটি কোর্টে প্রথম বিস্ফোরণের ২৩ মিনিট পরেই উড়ে যাবে জিমখানা ক্লাব!
এই খবর পাওয়ার পরেই এলাকা ঘিরে ফেলে বিশাল পুলিশ বাহিনী (Hyderabad)। আদালত চত্বর খালি করে তল্লাশি শুরু হয় বম্ব ডিসপোজাল স্কোয়াডের নেতৃত্বে। চুলচেরা তল্লাশির পরেও এখনো পর্যন্ত কোনও বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু মেলেনি v। পুলিশের এক শীর্ষ কর্তা জানান, “ইমেলটি সকাল ১১টা নাগাদ আমাদের নজরে আসে। সঙ্গে সঙ্গে বম্ব স্কোয়াডকে ডাকা হয় এবং গোটা আদালত প্রাঙ্গণ খতিয়ে দেখা হচ্ছে। এখন পর্যন্ত কিছু পাওয়া যায়নি। তদন্ত চলছে।”
উল্লেখ্য, এই ঘটনার আগের দিন, সোমবার, মধ্যপ্রদেশের রাজধানী ভোপালের রাজা ভোজ ডোমেস্টিক এয়ারপোর্টেও একই ধরনের ইমেলে বোমা বিস্ফোরণের হুমকি আসে। সেই ইমেলেও বলা হয়, যেকোনও সময় উড়ে যেতে পারে পুরো বিমানবন্দর।
এছাড়া গত শুক্রবার দিল্লি থেকে দুর্গের দিকে রওনা হওয়া ছত্তিশগড় সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেস ট্রেনেও মেলে বোমা হুমকির খবর। ট্রেনটি হজরত নিজামুদ্দিন স্টেশন থেকে সন্ধ্যা ৬টার দিকে ছাড়ার কিছুক্ষণের মধ্যেই অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি ১৩৯ রেল হেল্পলাইনে ফোন করে জানায়, ট্রেনের স্লিপার কোচে বোমা রাখা হয়েছে। ফলে ঝাঁসি স্টেশনে ট্রেন দাঁড় করিয়ে তল্লাশি চালানো হয়। পরে জানা যায়, সেটি ছিল ভুয়ো হুমকি।
ভারতের একাধিক রাজ্যে এইভাবে একের পর এক বোমা হুমকির ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিরাপত্তা সংস্থাগুলি এখন উচ্চ সতর্কতায় রয়েছে।