Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • তাণ্ডব নেমে এল পাহাড়ে! মাণ্ডিতে মেঘভাঙা বৃষ্টি, জাতীয় সড়ক বন্ধ, তীব্র ধ্বংসযজ্ঞ
দেশ

তাণ্ডব নেমে এল পাহাড়ে! মাণ্ডিতে মেঘভাঙা বৃষ্টি, জাতীয় সড়ক বন্ধ, তীব্র ধ্বংসযজ্ঞ

himchal Pradesh mandi
Email :3

হিমাচল প্রদেশের (Himachal Pradesh) মাণ্ডি জেলার ওপর মঙ্গলবার ভোরে আচমকা নেমে এল প্রকৃতির ভয়াবহ রোষ। প্রবল মেঘভাঙা বৃষ্টিতে তলিয়ে গেল শহরের একাধিক অঞ্চল। প্রাণ হারিয়েছেন অন্তত তিনজন, নিখোঁজ আরও একজন। ভোররাতে ঘুমন্ত শহরের (Himachal Pradesh) উপর আচমকাই নেমে আসে দুর্যোগ—স্রোতের তোড়ে ভেসে যায় মানুষ, বাড়ি, গাড়ি। পাহাড় ধসে অবরুদ্ধ হয়ে পড়ে একাধিক গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক।

প্রশাসন সূত্রে খবর, নিহত তিনজন এক অটোরিকশা উদ্ধার করতে গিয়ে জলের তোড়ে ভেসে যান (Himachal Pradesh)। ধ্বংসস্তূপে চাপা পড়ে আছেন একজন, এখনও তাঁর কোনও খোঁজ মেলেনি। উদ্ধারকাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায়।

সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা মাণ্ডির (Himachal Pradesh) জেল রোড, জোনাল হাসপাতাল রোড এবং সাঁজ অঞ্চল। জেল রোডে পার্ক করে রাখা অন্তত ২০টির বেশি গাড়ি একেবারে ভেসে গিয়েছে বা ধ্বংস হয়ে গিয়েছে। আশপাশের বসতবাড়িতে জল ঢুকে পড়েছে মধ্যরাতে, ঘুমন্ত মানুষকে কিছু বুঝে ওঠার সুযোগই দেয়নি জল। অনেকেই ঘরেই আটকে পড়েন। একাধিক বাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। জেলা হাসপাতালে যাওয়ার প্রধান রাস্তাও ধ্বংস হয়ে গিয়েছে। মাণ্ডি বাস টার্মিনাসও জলে ডুবে গেছে।

ঘটনার পরপরই জেলা প্রশাসন, দমকল ও পুলিশ বাহিনী উদ্ধারকাজে নামে। অতিরিক্ত জেলা শাসক ড. মদন কুমার জানিয়েছেন, “রাত থেকেই উদ্ধার অভিযান চলছে। ধ্বংসস্তূপ সরানো, আটকে পড়াদের উদ্ধার ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সাহায্য করতে আমরা দিনরাত এক করে কাজ করছি।”

জেলা শাসক অপূর্ব দেবগণ নিজে দুর্গত এলাকা পরিদর্শনে যান। বিরোধী দলনেতা জয় রাম ঠাকুরও জেল রোডে গিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন, আশ্বাস দেন সহযোগিতার।

ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু নিজের তরফে একটি বিবৃতি দিয়ে জানান, তিনি “নিজে পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন” এবং প্রশাসনকে দ্রুত উদ্ধার ও ত্রাণ পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন।

এই ভয়াবহ দুর্যোগের জেরে কিরাতপুর-মানালি (Himachal Pradesh) ফোর লেন ও পাঠানকোট-মাণ্ডি জাতীয় সড়ক সম্পূর্ণ বন্ধ হয়ে পড়েছে। চণ্ডীগড়-মানালি হাইওয়েও একাধিক জায়গায়, যেমন ৪ মাইল, ৯ মাইল ও দ্বারা এলাকায় ধসের কারণে অবরুদ্ধ হয়ে পড়েছে। এর ফলে বিপুল যানজট তৈরি হয়েছে পুরো অঞ্চলে।

এই ঘটনার পর হিমাচল প্রদেশে (Himachal Pradesh) বর্ষাকালে মৃত্যু সংখ্যা পৌঁছে গেল ১৬৪-তে। রাজ্যের স্টেট এমার্জেন্সি অপারেশন সেন্টারের তথ্য অনুযায়ী, ২০ জুন থেকে এখনও পর্যন্ত মোট ক্ষতির পরিমাণ ছুঁয়েছে ১,৫২৩ কোটি টাকারও বেশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts