কয়েকদিন আগেই উত্তর-পূর্ব ভারতে ভূমিকম্প (Earthquake) অনুভূত হয়েছিল। এবার কেঁপে উঠল হিমাচল প্রদেশের পাহাড়ি এলাকা। মঙ্গলবার গভীর রাতে পর্যটন শহর শিমলায় মাটি কম্পিত হয়। ভূ-পৃষ্ঠ থেকে মাত্র পাঁচ কিলোমিটার গভীরে কম্পন অনুভূত হয় (Earthquake)। রাত ১২টা ৫৫ মিনিটে এই কম্পন ঘটে এবং পাহাড়ে আতঙ্ক ছড়ায়। রিখটার স্কেলে তীব্রতা ছিল ২.৮। অনেকেই ঘুম ভেঙে ঘর থেকে বাইরে বেরিয়ে আসে। তবে বিশেষজ্ঞদের মতে, ভূমিকম্পের তীব্রতা খুব বেশি না হওয়ায় বড়সড় কোনও ক্ষতি হয়নি (Earthquake)।
এই বছর বর্ষার সময় উত্তরাখণ্ড ও হিমাচলপ্রদেশ একের পর এক দুর্যোগের মুখোমুখি হয়েছে। মেঘভাঙা বৃষ্টি, হড়পা বান, ধস—এমনকি পাহাড়ে মানুষ ইতিমধ্যেই ত্রস্ত। সেই অবস্থায় রাতের এই কম্পন আরও উদ্বেগ বাড়িয়েছে (Earthquake)।
শিমলার সঙ্গে সঙ্গে লেহ-তেও ভূমিকম্প অনুভূত হয়। লেহ-তে কম্পনের (Earthquake) তীব্রতা শিমলার চেয়ে সামান্য বেশি, ৩.৭ রিখটার স্কেলে। এই অঞ্চলগুলি ভূমিকম্প প্রবণ। তাই কম্পন অনুভব করলেই স্থানীয়রা দ্রুত ঘর থেকে বাইরে বেরিয়ে আসে। সৌভাগ্যবশত, কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
জাতীয় ভূমিকম্প কেন্দ্রের তথ্য অনুযায়ী, ভারতের আশেপাশের দেশগুলিতেও ভূমিকম্প (Earthquake) অনুভূত হয়েছে। গভীর রাতে তিব্বতে ৪.০, পাকিস্তানে ৪.৬ এবং আফগানিস্তানে ৪.৩ তীব্রতা নিয়ে কম্পন ঘটেছে। প্রশাসন জনগণকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে এবং গুজব এড়াতে বলা হয়েছে। কারণ কয়েকদিন আগেই কাবুলেও প্রলয়ঙ্কর ভূমিকম্পের পর একাধিক আফটার শক হয়েছিল। এবারের কম্পন বেশি শক্তিশালী না হলেও, সতর্ক থাকা জরুরি।
শিমলা ও লেহের পাহাড়বাসীর মধ্যে রাতের এই ভূমিকম্প নতুন আতঙ্ক সৃষ্টি করেছে। যদিও ক্ষয়ক্ষতি না হওয়ায় স্বস্তি আছে, কিন্তু মনেই অনেকেই ভাবছেন—এর পর আরও বড় কম্পন আসতে পারে কি না।