Shopping cart

TnewsTnews
  • Home
  • দেশ
  • ধরমশালার নদীতে হারিয়ে গেলেন শ্রমিকেরা! বিধায়কের চোখেও জল, বললেন—‘এত ভয়ঙ্কর দৃশ্য কখনও দেখিনি’
দেশ

ধরমশালার নদীতে হারিয়ে গেলেন শ্রমিকেরা! বিধায়কের চোখেও জল, বললেন—‘এত ভয়ঙ্কর দৃশ্য কখনও দেখিনি’

himachal flood
Email :21

হিমাচল প্রদেশের (Himachal Flood) বিভিন্ন জেলায় ভয়াবহ মেঘভাঙা বৃষ্টির ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে এবং আরও ১০ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন প্রশাসনিক কর্তৃপক্ষ। রাজ্যের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু জানিয়েছেন, রাজ্যের তিনটি স্থানে মেঘভাঙা এবং নয়টি স্থানে ফ্ল্যাশ ফ্লাড (Himachal Flood) বা হঠাৎ বন্যা দেখা দিয়েছে।

কাংগ্রা জেলায় মেঘভাঙার ঘটনায় (Himachal Flood) তিনজন প্রাণ হারিয়েছেন এবং এখনও পাঁচজন নিখোঁজ। আরও জানা গিয়েছে, মানুনি খাদ নদীতে হঠাৎ জলস্তর বেড়ে যাওয়ায় ধরমশালার কাছে কর্মরত (Himachal Flood) একাধিক শ্রমিক নদীর জলে ভেসে যান। তাঁরা ইন্দিরা প্রিয়দর্শিনী জলবিদ্যুৎ প্রকল্পে কাজ করছিলেন। এখন পর্যন্ত তিনটি দেহ উদ্ধার হয়েছে, বাকিদের সন্ধানে তল্লাশি চলছে।

ধরমশালা বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুধীর শর্মা (Himachal Flood) সোশ্যাল মিডিয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, “প্রায় ১৫–২০ জন শ্রমিক এই বিপর্যয়ে নদীর স্রোতে ভেসে যেতে পারেন। আমি জীবনে কখনও এত হৃদয়বিদারক দৃশ্য দেখিনি।” তিনি নিহতদের পরিবারকে সমবেদনা জানান।

ধরামশালার এসডিএম মোহিত রত্না জানিয়েছেন, উদ্ধার কাজ জোরকদমে চলছে এবং এক ব্যক্তির দেহ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য ধরামশালা হাসপাতালে পাঠানো হয়েছে।

এই ভয়াবহ ফ্ল্যাশ ফ্লাডে এখন পর্যন্ত প্রায় ১৫টি বাড়ি, একটি স্কুল এবং দুটি জাতীয় সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। কুল্লু জেলাতেও একইভাবে তিনজন নিখোঁজ, বহু বাড়ি ও গাড়ি বন্যার স্রোতে ভেসে গেছে বলে জানানো হয়েছে।

মুখ্যমন্ত্রী সুখু সকল নাগরিক ও পর্যটকদের সতর্ক করে দিয়েছেন, যাতে তাঁরা নদী-ঝরনার ধারে না যান, এবং বর্ষাকালে কোনও অ্যাডভেঞ্চার স্পোর্টস করার ঝুঁকি না নেন। তিনি বলেন, “বর্ষায় নদীর জল হঠাৎ বেড়ে যেতে পারে। তাই জীবনের ঝুঁকি না নিয়ে সাবধানতা অবলম্বন করা উচিত।”

এই মুহূর্তে উদ্ধারকাজে নিযুক্ত রয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী ও স্থানীয় প্রশাসন। নিখোঁজদের খোঁজে চলছে নিরলস অভিযান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts