কংগ্রেস নেতা ও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর (Rahul Gandhi) নাগরিকত্ব সংক্রান্ত মামলায় কেন্দ্রকে কড়া বার্তা দিল এলাহাবাদ হাইকোর্টের লখনউ বেঞ্চ। আদালত নির্দেশ দিয়েছে, আগামী ১০ দিনের মধ্যে আবেদনকারীর (Rahul Gandhi) জনস্বার্থ মামলার নিষ্পত্তি করতে হবে এবং রাহুল গান্ধীর (Rahul Gandhi) নাগরিকত্ব সংক্রান্ত বিষয়ে একটি নির্দিষ্ট ও বিস্তারিত রিপোর্ট দাখিল করতে হবে। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে ৫ মে (Rahul Gandhi) ।
লাইভ হিন্দুস্তানের রিপোর্ট অনুযায়ী, কর্ণাটকের বাসিন্দা এস ভিগনেশ শিশিরের দায়ের করা জনস্বার্থ মামলার প্রেক্ষিতে বিচারপতি এ.আর. মাসুদি ও বিচারপতি রাজীব সিং-এর ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছেন। মামলায় অভিযোগ, রাহুল গান্ধীর ব্রিটিশ নাগরিকত্ব থাকার প্রমাণ রয়েছে আবেদনকারীর কাছে, যার মধ্যে রয়েছে বিভিন্ন নথি ও ইমেল। এই কারণেই তাঁকে সাংসদ পদে বহাল রাখা উচিত নয় বলে দাবি।
গত শুনানিতে ডেপুটি সলিসিটর জেনারেল এসবি পান্ডে আদালতকে জানান, অভিযোগের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার ব্রিটিশ সরকারকে রাহুল গান্ধীর নাগরিকত্ব সংক্রান্ত তথ্য জানাতে চিঠি দিয়েছে। সেই প্রক্রিয়া এখনও চলছে, তাই রিপোর্ট দিতে সময় প্রয়োজন।
আবেদনকারীর দাবি, রাহুল গান্ধীর বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্ব থাকার অভিযোগ ভারতীয় সংবিধান ও পাসপোর্ট আইনের লঙ্ঘন। তাই তাঁর সাংসদ পদ খারিজের জন্য ‘রিট অফ অথরিটি’ জারি করার আর্জি জানানো হয়েছে। একইসঙ্গে বিষয়টি তদন্তের জন্য সিবিআই-এর হস্তক্ষেপ চাওয়া হয়েছে।
আবেদনকারীর আরও অভিযোগ, নাগরিকত্ব নিয়ে তিনি দু’বার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানালেও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি, ফলে তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন।