জম্মু শহরের প্রান্তে মিরান সাহিব এলাকার বালোলে বৃহস্পতিবার চাঞ্চল্যকর এক ঘটনায় মাদকচক্রের (Heroin) সঙ্গে যুক্ত সন্দেহে এক ভাই-বোনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের নাম গুরজিত সিং এবং নবনীত কৌর। তাঁরা দুজনেই আর.এস. পুরার টান্ডা গ্রামের বাসিন্দা (Heroin)।
পুলিশ সূত্রে জানা গেছে, ওই দুই ভাইবোন স্কুটি করে যাচ্ছিলেন, সেই সময় বালোল চেকপোস্টে রুটিন তল্লাশির সময় তাদের থামানো হয়। স্কুটির মধ্যে তল্লাশি চালিয়ে ৫৫০ গ্রাম হেরোইন (Heroin) উদ্ধার হয়, যার আন্তর্জাতিক বাজারে মূল্য আনুমানিক ৭০ লক্ষ টাকা। সঙ্গে সঙ্গে তাঁদের গ্রেফতার করে স্কুটি বাজেয়াপ্ত করা হয়।
ঘটনাটি শুধু এখানেই শেষ নয়। পুলিশ জানিয়েছে, এই পরিবার আগেও মাদকচক্রে জড়িত (Heroin) ছিল। ধৃতদের মা-ও মাদক পাচারের এক মামলায় জুন মাসে পাঞ্জাব পুলিশের হাতে গ্রেফতার হন। ফলে সন্দেহ ঘনীভূত যে গোটা পরিবারই মাদক ব্যবসার একটি বৃহৎ নেটওয়ার্কের সঙ্গে যুক্ত।
এই ঘটনার পর, মিরান সাহিব থানায় NDPS আইনের অধীনে একটি এফআইআর দায়ের করা হয়েছে। ইতিমধ্যে তদন্তকারী দল আর্থিক দিক থেকে তদন্ত শুরু করেছে—জানার চেষ্টা চলছে, কোথা থেকে এসেছে এই বিপুল পরিমাণ হেরোইন এবং এর গন্তব্যস্থল কোথায় ছিল। পাশাপাশি এই মাদকচক্রে আর কারা কারা জড়িত, সেটাও জানার চেষ্টা চলছে।
এই গ্রেফতার শুধু এক পরিবারের পতন নয়, সম্ভবত মাদক-চক্রের অনেক বড় পর্দাফাঁসের প্রথম ধাপ।