Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • হিমালয়ের কোলে ভয়ংকর মৃত্যু! বাতাসে ঝুলে থাকা তারেই বিপদ – প্রকাশ্যে এল হেলিকপ্টার দুর্ঘটনার আসল কারণ!
দেশ

হিমালয়ের কোলে ভয়ংকর মৃত্যু! বাতাসে ঝুলে থাকা তারেই বিপদ – প্রকাশ্যে এল হেলিকপ্টার দুর্ঘটনার আসল কারণ!

helicopter crash
Email :6

গত ৮ মে উত্তরাখণ্ডের উত্তরকাশীতে ঘটে যাওয়া ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনার (Helicopter Crash) প্রাথমিক তদন্ত রিপোর্ট প্রকাশ করল কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের তদন্তকারী সংস্থা, এয়ারক্র্যাফ্ট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো (AAIB)। শনিবার প্রকাশিত এই রিপোর্টে জানানো হয়েছে, জরুরি অবতরণের সময় হেলিকপ্টারের প্রধান রোটর ব্লেড উপরে ঝুলে থাকা ফাইবার কেবলের সঙ্গে ধাক্কা খায়, আর সেই কারণেই ঘটে দুর্ঘটনা (Helicopter Crash) ।

দুর্ঘটনাগ্রস্ত হেলিকপ্টারটি ছিল BELL 407 মডেলের, যেটি খারসালি থেকে ঝালা হেলিপ্যাডের উদ্দেশে রওনা হয়েছিল (Helicopter Crash) । কিন্তু যাত্রাপথে কোনো কারণে জরুরি অবতরণের প্রয়োজন দেখা দেয়। তখনই জাতীয় সড়ক ৩৪-র কাছে গঙ্গনানি এলাকায় অবতরণের চেষ্টা করছিল চপারটি, কিন্তু ঠিক সেই সময় আকাশে টানানো কেবলের সঙ্গে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে ২৫০ ফুট গভীর খাদে পড়ে যায়। মর্মান্তিক এই দুর্ঘটনায় পাইলট সহ ছয়জন যাত্রী প্রাণ হারান (Helicopter Crash) ।

AAIB-এর তদন্তকারী দল দুর্ঘটনাস্থলে (Helicopter Crash) গিয়ে সমস্ত প্রাথমিক প্রমাণ সংগ্রহ করেছে। অপারেটরের নথি ও যন্ত্রাংশ খতিয়ে দেখা হচ্ছে। প্রথম সাড়া দেওয়া কর্মী, প্রত্যক্ষদর্শী এবং বিভিন্ন বেসামরিক বিমান সংস্থার প্রতিনিধিদের বক্তব্যও রেকর্ড করা হয়েছে।

হেলিকপ্টারটি সাহস্রধারা হেলিপ্যাড (দেহরাদুন) থেকে ছেড়েছিল, গন্তব্য ছিল খারসালি (যমুনোত্রি)। নিহত যাত্রীদের মধ্যে চারজন মুম্বই এবং বাকি দুইজন ছিলেন অন্ধ্রপ্রদেশের বাসিন্দা। যদিও হেলিকপ্টারে আগুন লাগেনি, তবু যন্ত্রাংশের প্রচণ্ড ক্ষতি হয়। দুর্ঘটনার পর এলাকা ঘিরে ফেলে শুরু হয় পুঙ্খানুপুঙ্খ তদন্ত।

এই মর্মান্তিক দুর্ঘটনা নিয়ে দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। হেলিপ্যাড পর্যটনে নিরাপত্তা ও পরিকাঠামো ঘিরে আরও একবার উঠছে প্রশ্ন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts