নবি মুম্বইয়ের ব্যস্ত বাণিজ্যিক এলাকা, ভাসি প্লাজার সীমানা প্রাচীর সোমবার বিকেলে ধসে পড়ে ব্যাপক আতঙ্ক এবং বিশৃঙ্খলার সৃষ্টি করে (Heavy Rain)। প্রবল বর্ষণের ফলে এই দুর্ঘটনা ঘটে বলে মনে করা হচ্ছে।
দুপুর ৩টা ২০ মিনিট নাগাদ, সেক্টর ১৭-তে অবস্থিত ভাসি প্লাজার বাউন্ডারি ওয়াল আচমকাই ভেঙে পড়ে পাশের পার্কিং লটে (Heavy Rain)। মুহূর্তের মধ্যে মাটির তলা বসে গিয়ে বিশাল একটি গর্ত তৈরি হয়। সেই গর্তে ঢুকে পড়ে একের পর এক বাইক ও গাড়ি। পার্কিংয়ে থাকা বেশ কয়েকটি টু-হুইলার ও ফোর-হুইলার সম্পূর্ণ ভেঙে গিয়েছে (Heavy Rain)।

চোখের সামনে এমন ভয়ানক দৃশ্য দেখে আতঙ্কে ছুটোছুটি শুরু করে দেন আশেপাশে থাকা সাধারণ মানুষ ও দোকানদাররা (Heavy Rain)। অনেকে প্রাণ বাঁচাতে পাশের রাস্তার দিকে ছুটে যান। যদিও এখনো পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রচুর।
নবি মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনের ডিজাস্টার ম্যানেজমেন্ট সেলের এক আধিকারিক বলেন, “ভাসি প্লাজার ভিতরে পার্কিং এলাকায় রাখা বেশ কিছু টু-হুইলার ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধু তাই নয়, কমপ্লেক্সের ড্রেনেজ সিস্টেমও ধসে পড়েছে।”
ভাসি প্লাজা হল এক ব্যস্ত বানিজ্যিক কেন্দ্র, যেখানে বহু অফিস, ইলেকট্রনিক্স দোকান এবং ট্রাভেল এজেন্সি রয়েছে। দিনের ব্যস্ততম সময়ে এই দুর্ঘটনা হওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
প্রশাসনের তরফে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ, দমকল ও পৌরসভার টিম মোতায়েন রয়েছে।











