উত্তরাখণ্ডের হরিদ্বারে ভক্তিভরে পুজো দিতে গিয়ে ভয়ংকর ট্র্যাজেডি! রবিবার সকালে মনসা দেবী মন্দিরে ঘটে গেল হৃদয়বিদারক ঘটনা—ভিড়ের চাপে পদপিষ্ট (Stampede) হয়ে প্রাণ হারালেন অন্তত ৬ জন। আহত হয়েছেন আরও ৩৫ জনের বেশি। এদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক (Stampede) ।
শ্রাবণ মাসে পুণ্যস্নান ও কাঁওয়ার যাত্রা উপলক্ষে হাজার হাজার ভক্ত ভোর থেকেই ভিড় জমিয়েছিলেন মনসা দেবীর সিঁড়িতে (Stampede) । প্রত্যেকে মায়ের দর্শন ও আশীর্বাদ পেতে ব্যাকুল ছিলেন। কিন্তু হঠাৎই মন্দিরে ওঠার সিঁড়িতে শুরু হয় ধাক্কাধাক্কি। মুহূর্তের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। হুড়মুড়িয়ে পড়ে যান অনেকে। পদপিষ্ট (Stampede) হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান অনেকে। মন্দির চত্বরজুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক আর কান্নার রোল।
দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ ও এসডিআরএফ। শুরু হয়েছে উদ্ধারকার্য ন। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী নিজে গোটা ঘটনার উপর নজর রাখছেন ও প্রশাসনের সঙ্গে যোগাযোগে রয়েছেন।
গারওয়াল ডিভিশনের কমিশনার বিনয় শঙ্কর পান্ডে জানিয়েছেন, পরিস্থিতি অত্যন্ত স্পর্শকাতর। তিনি নিজেও ঘটনাস্থলে রওনা হয়েছেন বাস্তব পরিস্থিতি খতিয়ে দেখতে।
এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। পুণ্যার্থীদের ভক্তি মুহূর্তে পরিণত হয়েছে বিষাদে।