Shopping cart

TnewsTnews
  • Home
  • দেশ
  • “দুজন এখনো নিখোঁজ, আমি শুধু তিনজনকে খুঁজে পেয়েছি…” — হারিদ্বারের মন্দিরে কান্না, হাহাকার
দেশ

“দুজন এখনো নিখোঁজ, আমি শুধু তিনজনকে খুঁজে পেয়েছি…” — হারিদ্বারের মন্দিরে কান্না, হাহাকার

haridwar stampede a
Email :3

রবিবার সকালে উত্তরাখণ্ডের হারিদ্বারে অবস্থিত জনপ্রিয় মানসা দেবী মন্দিরে পুণ্যার্থীদের মধ্যে হঠাৎ ছড়িয়ে পড়া আতঙ্কে ঘটে গেল ভয়াবহ ঘটনা (Stampede)। গুজব ছড়ায়, মন্দিরের সিঁড়ির শুরুতেই বিদ্যুৎপৃষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। মুহূর্তেই শুরু হয়ে যায় হুড়োহুড়ি, আর তাতেই পদদলিত (Stampede) হয়ে প্রাণ হারান ৬ জন, আহত হন বহু মানুষ।

ঘটনাটি ঘটে সকাল ৯টা ৩০ মিনিটে, যখন মন্দিরে দর্শনার্থীদের ভিড় সর্বোচ্চ পর্যায়ে। হারিদ্বারের পুলিশ সুপারিন্টেনডেন্ট প্রবীন্দ্র সিং ডোবাল জানান, বিদ্যুৎপ্রবাহের গুজব ছড়াতেই ভীত-সন্ত্রস্ত হয়ে পড়ে ভক্তরা। তখনই শুরু হয় ভয়াবহ পদদলনের (Stampede) ঘটনা। অন্তত ৩৫ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, যাদের মধ্যে ছয়জনের মৃত্যু হয়েছে।

একজন আহত ভক্ত জানান, “মন্দিরের মাত্র ২০-২৫ ধাপ আগে হঠাৎ করেই ভিড় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আমি পড়ে যাই, আমার সঙ্গে আরও ১০-১২ জন পড়ে যান। এখনও আমার পরিবারের দুই সদস্য নিখোঁজ (Stampede)।”

অন্য একজন বলেন, “হঠাৎ করেই প্রচুর লোক জড়ো হয়ে যায়, আর তার পরেই পদদলনের (Stampede) ঘটনা ঘটে। আমি পড়ে যাই এবং আমার হাত ভেঙে যায়।”

ঘটনার পরপরই উদ্ধারকাজে নেমে পড়ে SDRF, স্থানীয় পুলিশ ও অন্যান্য রেসকিউ টিম। এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে, তবে পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে।

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী এই ঘটনার বিষয়ে গভীর শোকপ্রকাশ করেছেন। ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “হারিদ্বারের মানসা দেবী মন্দিরে পদদলিত হয়ে মৃত্যুর মর্মান্তিক খবর পাওয়া গিয়েছে। SDRF ও পুলিশ সহ সমস্ত উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে। আমি ব্যক্তিগতভাবে পরিস্থিতির উপর নজর রাখছি।”

ঘটনার তদন্ত শুরু হয়েছে, প্রশ্ন উঠছে — কীভাবে এই ধরনের গুজব এত বড় বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়াল?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts