প্রেমে ফাঁস মৃত্যু! CRPF জওয়ানের হাতে খুন মহিলা পুলিশ অফিসার, থানা গিয়ে নিজেই করল আত্মসমর্পণ। গুজরাটের (Gujarat) কচ্ছ জেলার অঞ্জার থানায় পোস্টেড এক মহিলা সহকারী সাব-ইন্সপেক্টর (ASI) শুক্রবার রাতে নিজ বাড়িতে শ্বাসরোধ করে খুন হন। শনিবার সকালে এই ঘটনার পর্দা ফাঁস হয়, যখন অভিযুক্ত, দিলীপ ডাংচিয়া নামে এক CRPF জওয়ান নিজেই থানায় আত্মসমর্পণ করেন (Gujarat) ।
পুলিশ জানিয়েছে, নিহত অফিসার অরুণা নটুভাই জাদব সূরেন্দ্রনগরের বাসিন্দা ছিলেন এবং অঞ্জারের গঙ্গোত্রী সোসাইটি-২ এলাকায় থাকতেন (Gujarat) । শুক্রবার রাতে অরুণা ও দিলীপের মধ্যে একটি তীব্র ঝগড়া হয়। সেই ঝগড়া এতটাই চরমে পৌঁছায় যে দিলীপ রাগের মাথায় তাকে শ্বাসরোধ করে খুন করে বলে অভিযোগ (Gujarat) ।
জানা গিয়েছে, দিলীপ বর্তমানে মণিপুরে CRPF-এ কর্মরত এবং সে অরুণার পার্শ্ববর্তী গ্রামে থাকতেন। ২০২১ সালে ইনস্টাগ্রামে তাদের পরিচয়, এরপর থেকে তারা লিভ-ইন সম্পর্কে থাকতেন।
অভিযুক্ত দিলীপ ডাংচিয়া শনিবার সকালে নিজেই অঞ্জার থানায় এসে পুলিশের কাছে খুনের কথা কবুল করে আত্মসমর্পণ করে। পুলিশ ইতিমধ্যেই ভারতীয় দণ্ডবিধির (বর্তমানে ভারতীয় ন্যায় সংহিতা – BNS) প্রাসঙ্গিক ধারায় একটি খুনের মামলা দায়ের করেছে এবং তদন্ত শুরু হয়েছে।