Shopping cart

TnewsTnews
  • Home
  • দেশ
  • গুজরাটে ফের স্কুলে রক্তাক্ত হামলা! সহপাঠীর ছুরির আঘাতে গুরুতর আহত অষ্টম শ্রেণির ছাত্র
দেশ

গুজরাটে ফের স্কুলে রক্তাক্ত হামলা! সহপাঠীর ছুরির আঘাতে গুরুতর আহত অষ্টম শ্রেণির ছাত্র

gujarat a
Email :1

গুজরাটে (Gujarat) ফের নৃশংস স্কুলকাণ্ড। আহমেদাবাদে অষ্টম শ্রেণির ছাত্রের হাতে দশম শ্রেণির এক ছাত্র খুন হওয়ার মাত্র তিন দিনের মাথায় আরও একবার ছুরি হামলার ঘটনা ঘটল বালাসিনর শহরে। এবার আক্রান্ত হলো এক অষ্টম শ্রেণির ছাত্র (Gujarat)।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্কুল ছুটির পর ঝগড়ার জেরে দুই ছাত্রের (Gujarat) মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। সেই বাগবিতণ্ডা মুহূর্তেই মারাত্মক রূপ নেয়। এর মধ্যেই এক ছাত্র হঠাৎ ছুরি বের করে সহপাঠীকে পেটে ও হাতে আঘাত করে। গুরুতর জখম অবস্থায় আহত ছাত্রকে তড়িঘড়ি স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে (Gujarat)।

আহত ছাত্রের পরিবার ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করেছে। তার ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। তবে হামলার নেপথ্যে আসল কারণ এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

মাত্র তিন দিন আগেই আহমেদাবাদের সেভেন্থ ডে অ্যাডভেন্টিস্ট স্কুলে ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। সেখানে দশম শ্রেণির এক ছাত্রকে ছুরি মেরে হত্যা করে অষ্টম শ্রেণির ছাত্র। সামান্য ঝগড়ার জেরেই ওই হত্যাকাণ্ড বলে জানা যায়। আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও রাতে মৃত্যুর কোলে ঢলে পড়ে সে। এরপরেই উত্তেজিত জনতা স্কুলে ভাঙচুর চালায়। তাঁদের অভিযোগ ছিল— শিক্ষক ও স্কুল কর্তৃপক্ষ সময়মতো ব্যবস্থা নিলে ছাত্রটিকে বাঁচানো যেত।

এই ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় ইনস্টাগ্রামের একটি চ্যাটের স্ক্রিনশট, যেখানে দাবি করা হয়, অভিযুক্ত ছাত্রের নাম সেই চ্যাটেই ফাঁস হয়েছে। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত কোনও সরকারি বিবৃতি দেয়নি পুলিশ।

এদিকে, শিশু অধিকার রক্ষার গুজরাট রাজ্য কমিশন আহমেদাবাদের ওই বেসরকারি স্কুল থেকে বিস্তারিত রিপোর্ট চেয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts