সুপ্রিম কোর্ট পেল নতুন মুখ। আজ, বুধবার দেশের সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি (Chief Justice Of India) হিসেবে শপথ নিলেন ভূষণ রামকৃষ্ণ গভাই (B R Gavai)। তিনি দেশের ৫২তম প্রধান বিচারপতি (Chief Justice Of India) এবং ইতিহাসে প্রথম বৌদ্ধ ধর্মাবলম্বী, যিনি (Chief Justice Of India) এই পদ অলঙ্কৃত করলেন।
শপথগ্রহণ অনুষ্ঠানটি হয় রাষ্ট্রপতি ভবনে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁকে শপথ পাঠ করান। উপস্থিত ছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, লোকসভার স্পিকার ওম বিড়লা, প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রাক্তন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না সহ কেন্দ্রীয় মন্ত্রিসভার একাধিক সদস্য।
সংখ্যালঘু সম্প্রদায়ের গর্বের প্রতীক
বিআর গভাই দেশের দ্বিতীয় প্রধান বিচারপতি, যিনি উপজাতি সম্প্রদায়ের প্রতিনিধি। এর আগে বিচারপতি কেজি বালাকৃষ্ণন প্রথম শিডিউল কাস্ট (SC) সম্প্রদায় থেকে এই পদে আসীন হয়েছিলেন।
- বিচারপতি গভাইয়ের পেশাগত সফর
১৯৮৫ সালে আইন পেশায় যুক্ত হন। - ১৯৮৭ সাল থেকে বম্বে হাইকোর্টে প্র্যাকটিস শুরু।
- ২০০৩ সালে বম্বে হাইকোর্টে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিযুক্ত হন।
- ২০১৯ সালে তিনি সুপ্রিম কোর্টের বিচারপতি পদে উন্নীত হন।
- তাঁর বাবা আরএস গভাই ছিলেন বিহার, কেরল ও সিকিমের রাজ্যপাল।
ঐতিহাসিক মামলার অংশ
প্রধান বিচারপতি হিসেবে তাঁর মেয়াদ মাত্র ৬ মাস। আগামী ২৩ নভেম্বর তিনি অবসর নেবেন। তবে এই সংক্ষিপ্ত সময়ের মধ্যেও তাঁর দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি এর আগেও ছিলেন একাধিক গুরুত্বপূর্ণ রায়ের অংশ। বিশেষ করে, সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বিলোপ সংক্রান্ত মামলায় তিনি পাঁচ বিচারপতির বেঞ্চের একজন ছিলেন, যেখানে সেই সিদ্ধান্ত বহাল রাখা হয়।