কন্নড় চলচ্চিত্র অভিনেত্রী রানিয়া রাওয়ের বিরুদ্ধে সোনা পাচার (Gold smuggling) মামলার তদন্তে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। অভিযোগ, তিনি উরুতে পেঁচিয়ে ১০ কিলোর বেশি সোনা ভারতে (Gold smuggling) এনেছিলেন। বৃহস্পতিবার আদালতে হাজির করা হলে (Gold smuggling) তাঁর জামিন আবেদনের শুনানি স্থগিত রাখে আদালত।
ডিরেক্টরেট অব রেভেনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই) এই মামলাকে জাতীয় নিরাপত্তার সঙ্গে জড়িত বলে উল্লেখ করেছে এবং রানিয়া রাওকে হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে।
তদন্তকারীদের দেওয়া তথ্যানুসারে, রানিয়া রাও জানিয়েছেন যে তাঁর কাছে মোট ১৭টি সোনার বার ছিল। এছাড়াও তিনি দুবাই, ইউরোপ, আমেরিকা ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ভ্রমণ করেছেন। জানা যাচ্ছে, প্রতিটি ভ্রমণ থেকে তিনি প্রায় ১২ লক্ষ টাকা উপার্জন করতেন।
ডিআরআই-এর তদন্তে আরও উঠে এসেছে যে, এই সোনা পাচার চক্রের সঙ্গে আরও কেউ যুক্ত থাকতে পারে। এখন পর্যন্ত এই মামলায় ১৭.২৯ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। এই ঘটনা চলচ্চিত্র জগতেও চাঞ্চল্যের সৃষ্টি করেছে। তদন্তকারী সংস্থা রানিয়া রাওয়ের যোগাযোগ ও লেনদেনের পর্যালোচনা চালিয়ে যাচ্ছে।