Shopping cart

TnewsTnews
  • Home
  • দেশ
  • গোয়ার নাইটক্লাবে দাউদাউ আগুন! মুহূর্তে মৃত্যু ২৫ জনের, আতঙ্কে রাতভর চিৎকার–ছুটোছুটি!
দেশ

গোয়ার নাইটক্লাবে দাউদাউ আগুন! মুহূর্তে মৃত্যু ২৫ জনের, আতঙ্কে রাতভর চিৎকার–ছুটোছুটি!

goa night club
Email :2

ডিসেম্বরের গভীর রাতে ভয়াবহ আগুনে কেঁপে উঠল গোয়া (Goa)। উত্তর গোয়ার আরপোরায় একটি অভিজাত রেস্তোরাঁ নাইটক্লাবে দাউদাউ করে আগুন লাগায় মৃত্যু হয়েছে অন্তত ২৫ জনের। গুরুতর আহত আরও অনেকে। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। আগুন লাগার খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পুলিশ ও দমকল জানিয়েছে, শনিবার রাত ঠিক ১২টা ৪ মিনিটে ‘বির্চ বাই রোমিও লেন’ (Goa) নামে ওই ক্লাব থেকে আগুন লাগার খবর পাওয়া যায়। মুহূর্তে আগুন পুরো ক্লাব জুড়ে ছড়িয়ে পড়ে। দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে একে একে ভেতর থেকে ঝলসে যাওয়া দেহ উদ্ধার হতে থাকে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।

প্রাথমিক তদন্তে পুলিশ জানাচ্ছে, ক্লাবের রান্নাঘরে একটি সিলিন্ডার বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত (Goa)। বিস্ফোরণের পর কিচেনে থাকা কর্মীরা আটকে পড়ে বেশি ক্ষতিগ্রস্ত হন। স্থানীয় পুলিশের দাবি, কয়েকজন বিদেশি পর্যটকেরও মৃত্যু হয়েছে।

পিটিআইয়ের রিপোর্ট বলছে, রেস্তোরাঁয় অগ্নিনির্বাপণ ব্যবস্থার নিয়ম মেনে চলা হয়নি। এই ঘটনায় ক্ষুব্ধ এক বিজেপি বিধায়ক গোয়ার (Goa) সব ক্লাবে জরুরি ভিত্তিতে নিরাপত্তা অডিটের দাবি তুলেছেন। তাঁর অভিযোগ, অধিকাংশের মৃত্যু হয়েছে দমবন্ধ হয়ে, কারণ আতঙ্কে অনেকে বেসমেন্টের দিকে ছুটে গিয়েছিলেন।

ঘটনার খবর পেয়েই শোকবার্তা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স–এ তিনি লিখেছেন, “আরপোরার অগ্নিকাণ্ড অত্যন্ত দুঃখজনক। মৃতদের প্রতি সমবেদনা জানাই। আহতরা দ্রুত সুস্থ হোন—এই কামনা করি।” প্রধানমন্ত্রী জানিয়েছেন, তিনি গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্তের সঙ্গে কথা বলেছেন এবং রাজ্য সরকার আহতদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নিচ্ছে।

পুরো গোয়া জুড়ে এখন আতঙ্ক ও শোকের আবহ। পর্যটন মরসুমের মুখে এমন ভয়াবহ দুর্ঘটনা নতুন করে প্রশ্ন তুলছে নিরাপত্তা ব্যবস্থাকে ঘিরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts