পুলিশ এনকাউন্টারে নিহত কুখ্যাত গ্যাংস্টার (Gangster) রোমিল ভোহরার শেষকৃত্য শুক্রবার সকালে হরিয়ানার ইয়মুনানগর জেলার কানসাপুর এলাকায় সম্পন্ন হয় কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে। মৃত্যুর পাঁচ দিন পর এই অন্ত্যেষ্টিক্রিয়ায় (Gangster) পুলিশের কড়া নজরদারিতে আবেগঘন পরিবেশে মুখাগ্নি করেন তাঁর বাবা কপিল ভোহরা।
একসময় কালা রানা গ্যাংয়ের ঘনিষ্ঠ সহযোগী রোমিল ভোহরার (Gangster) মাথার দাম ছিল তিন লক্ষ টাকা। একাধিক হত্যা, হামলা ও গ্যাং সংক্রান্ত মামলায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি ছিল বহুদিন ধরে। অবশেষে ২৩ জুন গুরগাঁওয়ে পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে মারা যায় সে।
শ্মশানে উপস্থিত ছিলেন রোমিলের (Gangster) মা ঋষা ভোহরা এবং বাবা কপিল ভোহরা—যাঁরা নিজেরাও বর্তমানে জেলে রয়েছেন বিভিন্ন মামলার কারণে। তবে ছেলের শেষ বিদায় জানাতে আদালতের অনুমতিতে তাঁদের আনা হয়েছিল শ্মশানে(Gangster)। শেষকৃত্যে তাঁরা বারবার ভেঙে পড়েন। কপিল কাঁদতে কাঁদতে বলেন, “কোনও ছেলেই যেন গ্যাংস্টার না হয়। আমরা যা সহ্য করছি, তা যেন আর কারও পরিবারকে না দেখতে হয়।”

মা ঋষা ভোহরা বলেন, “গত বছরের ২২ নভেম্বর ছেলেকে শেষবার দেখেছিলাম। বলেছিল কলেজে যাচ্ছে… এরপর আর দেখা হয়নি।”
পুলিশ সূত্রে জানা গেছে, রোমিল ভোহরার বিরুদ্ধে খেদি লাখা ট্রিপল মার্ডার, শান্তনু হত্যা এবং বিলাসপুর ইমিগ্রেশন সেন্টারে গুলির ঘটনার মতো একাধিক জঘন্য মামলার অভিযোগ ছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ গুরগাঁওয়ে তার অবস্থান শনাক্ত করে, এবং সেখানেই এক এনকাউন্টারে সে নিহত হয়।
এই ঘটনাকে কেন্দ্র করে প্রশাসন রোমিলের সঙ্গে যুক্ত অপরাধ চক্রের ওপর কঠোর অবস্থানে যাচ্ছে। ইতিমধ্যেই রোমিল ভোহরার বাড়ি ভাঙার প্রস্তুতি শুরু হয়েছে বলে জানিয়েছেন জেলা আধিকারিকরা।