যাত্রীসহ ভেঙে পড়ল হেলিকপ্টার (Uttrarakhand)। বৃহস্পতিবার সকালে উত্তরকাশী জেলায় ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা (Uttrarakhand)। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে চারজন পর্যটকের (Uttrarakhand)। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে আরও দু’জনকে। ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন উত্তরাখণ্ডের (Uttrarakhand)মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি।
সূত্রের খবর, দেরাদুন থেকে হারসিল হেলিপ্যাডের উদ্দেশে যাত্রা শুরু করেছিল হেলিকপ্টারটি। কপ্টারে মোট ছ’জন যাত্রী ছিলেন। কিন্তু কিছুদূর যাওয়ার পরই হঠাৎ করে উত্তরকাশী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ভেঙে পড়ে কপ্টারটি। ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা এখনও পরিষ্কার নয়।
দুর্ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (SDRF)। শুরু হয় উদ্ধারকার্য। আহতদের তৎক্ষণাৎ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রশাসনের তরফে জানানো হয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। হেলিকপ্টারটির ব্ল্যাক বক্স উদ্ধার করে তা বিশ্লেষণের জন্য পাঠানো হতে পারে বলে জানা গিয়েছে।