নেপালে (Nepal) অগ্নিগর্ভ পরিস্থিতির জেরে বিপাকে পড়েছেন বাংলার তিন গবেষক এবং ত্রিপুরার এক গবেষক। কাঠমান্ডুর হোটেলে আটকে রয়েছেন তাঁরা। দু’দিন ধরে পরিস্থিতি ভয়াবহ থাকলেও বৃহস্পতিবার কিছুটা শান্ত হয়েছে, তবে এখনও চারপাশে ধ্বংসস্তূপ, সেনার কড়া নজরদারি চলছে (Nepal)। আতঙ্কে দ্রুত নেপাল ছাড়ছেন ভারতীয়রা, কিন্তু চার গবেষক এখনও ফিরতে পারেননি। এতে উদ্বেগ বাড়ছে তাঁদের পরিবারের (Nepal)।
আলিপুরদুয়ার বারোবিশার মণিহার তালুকদার, কোচবিহারের দিনহাটার সৌভিক চক্রবর্তী, জলপাইগুড়ির ময়ূখ ভট্টাচার্য এবং ত্রিপুরার আগরতলার স্বপ্নজিৎ চৌধুরী—এই চারজনই পিএইচডি স্কলার (Nepal)। তাঁরা ‘জলবায়ু পরিবর্তন ও তার প্রভাব’ নিয়ে আন্তর্জাতিক কংগ্রেসে যোগ দিতে ৫ সেপ্টেম্বর গিয়েছিলেন কাঠমান্ডুতে। ৮ সেপ্টেম্বর সম্মেলন শেষ হলেও ৯ সেপ্টেম্বর বাড়ি ফেরার পরিকল্পনা ভেস্তে যায়।
তার আগেই নেপালে শুরু হয় ভয়ঙ্কর পরিস্থিতি। সরকারের তরফে সোশ্যাল মিডিয়া বন্ধ করে দেওয়া হয়, আর রাস্তায় ছড়িয়ে পড়ে মানুষের ক্ষোভ। হঠাৎ করে গোটা দেশ অগ্নিগর্ভ হয়ে ওঠে। সেই পরিস্থিতিতেই আটকে পড়েন চার গবেষক। তাঁরা বর্তমানে কাঠমান্ডুর পশুপতিনাথ মন্দিরের কাছের একটি হোটেলে অবস্থান করছেন।
আলিপুরদুয়ারের মণিহারের বাবা প্রসেনজিৎ তালুকদার জানিয়েছেন, “আমরা খুব উদ্বিগ্ন। পুলিশের সঙ্গে যোগাযোগ করেছি, তাঁরা সবরকম সাহায্যের চেষ্টা করছেন।”