আবগারি দুর্নীতির জেরে চাঞ্চল্য ছত্তীসগঢ়ে। শুক্রবার সকালে ইডির জালে (Arrested) ধরা পড়লেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের ছেলে চৈতন্য বাঘেল। একাধিক অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতার (Arrested) করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। জানা গিয়েছে, ২০১৯ থেকে ২০২২ সালের মধ্যে ছত্তীসগঢ়ের কংগ্রেস জমানায় ঘটে যাওয়া ২১০০ কোটি টাকার বিশাল দুর্নীতির মামলার অন্যতম অভিযুক্ত তিনি। আজই ছিল চৈতন্যর জন্মদিন — আর সেই দিনই বাড়িতে ইডি হানা দিয়ে তাঁকে গ্রেফতার করায় তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।
শুক্রবার সকালে ছত্তীসগঢ়ের দুর্গ জেলার ভিলাইতে ভূপেশ বাঘেলের বাড়িতে আচমকা অভিযান চালায় ইডি। বাড়ির ভেতরেই ছিলেন চৈতন্য বাঘেল। বেশ কিছুক্ষণ তল্লাশির পর, তাঁর বিরুদ্ধে পর্যাপ্ত তথ্যপ্রমাণ পেয়ে তাঁকে গ্রেফতার (Arrested) করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডির দাবি, চৈতন্য সরাসরি আবগারি দুর্নীতিতে জড়িত এবং এই দুর্নীতির থেকে আর্থিকভাবে উপকৃত হয়েছেন।
এই মামলায় এর আগেও কংগ্রেস শিবিরে ব্যাপক ধাক্কা লেগেছে। জানুয়ারি মাসে গ্রেফতার (Arrested) করা হয় রাজ্যের প্রাক্তন মন্ত্রী কাওয়াসি লাখমাকে। এছাড়াও ধৃত হয়েছেন রায়পুরের মেয়রের দাদা আনওয়ার ধেবার, কংগ্রেস নেতা আইজাজ় ধেবার, প্রাক্তন আইএএস অফিসার অনিল টুটেজা সহ একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তি। এখনও পর্যন্ত এই মামলায় ২০৫ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।
অন্যদিকে, ছেলের গ্রেফতারির দিনে ভূপেশ বাঘেল সরাসরি তোপ দাগলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। এক বিস্ফোরক মন্তব্যে তিনি বলেন,
“মোদীজি ও শাহজি যে জন্মদিনের উপহার দিলেন, তা কোনও গণতান্ত্রিক দেশে ভাবাই যায় না। আজ আমার জন্মদিনে ইডি হানা দিয়েছিল আমার পরামর্শদাতা ও অফিসার অন স্পেশাল ডিউটির বাড়িতে। আর আজ, আমার ছেলে চৈতন্যর জন্মদিনে ইডি এল আমার বাড়িতে। এই উপহার সারাজীবন মনে রাখব।”
প্রসঙ্গত, এই প্রথম নয় — গত মার্চ মাসেও চৈতন্য বাঘেলের বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডি। এবার আর ছাড় নয়, সরাসরি গ্রেফতার করা হল তাঁকে। রাজনৈতিক মহল বলছে, লোকসভা নির্বাচনের আগে কেন্দ্র-বিরোধী শিবিরে চাপ আরও বাড়াতে চাইছে কেন্দ্র। যদিও সরকারপক্ষ দাবি করছে, এটা নিছকই তদন্তের অগ্রগতি।