কাশ্মীর (Kashmir) নিয়ে বড় মন্তব্য করলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। লন্ডনের চাথামে এক অনুষ্ঠানে তিনি জানান, ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহারের পর কাশ্মীরের (Kashmir) অধিকাংশ সমস্যার সমাধান হয়েছে। তবে কাশ্মীর v ইস্যু পুরোপুরি মেটাতে পাকিস্তান অধিকৃত কাশ্মীর (PoK) ফিরিয়ে আনার কথা বলেন তিনি।
বিদেশমন্ত্রী বলেন, “কাশ্মীরে আমরা অনেক উন্নয়ন করেছি। ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহার ছিল প্রথম ধাপ। এরপর অর্থনৈতিক কর্মকাণ্ড ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করা হয়েছে। নির্বাচন আয়োজন ছিল তৃতীয় ধাপ। এখন আমরা অপেক্ষা করছি কাশ্মীরের সেই অংশ ফিরিয়ে আনার, যা বেআইনিভাবে পাকিস্তান দখল করে রেখেছে। এটা হয়ে গেলে কাশ্মীর ইস্যুর চূড়ান্ত সমাধান হবে।”
বিদেশমন্ত্রীর এই মন্তব্যের পর থেকেই রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে— তাহলে কি ভারত পাক অধিকৃত কাশ্মীর পুনরুদ্ধারের পরিকল্পনা করছে?
এই প্রসঙ্গে প্রতিক্রিয়া দিয়েছেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। তিনি বলেন, “বিদেশমন্ত্রী বলেছেন, পাক অধিকৃত কাশ্মীর (PoK) ফেরত আনা হবে। তাহলে দেরি কেন? আমরা তো কখনও বিরোধিতা করিনি! কিন্তু শুধু পাকিস্তান নয়, চিনও জম্মু-কাশ্মীরের একাংশ দখল করে রেখেছে। সেই নিয়েও কি কিছু বলবে কেন্দ্র?”
জয়শঙ্করের বক্তব্যের পর কূটনৈতিক মহলেও আলোড়ন তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, ভারতের এই অবস্থান ভবিষ্যতে দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে বড় পরিবর্তন আনতে পারে।