অরুণাচল প্রদেশ (Arunachal Pradesh) নিয়ে ফের আগ্রাসী কৌশলে মাঠে নামল চিন। ভারতের ভূখণ্ডে নজর দিয়ে ফের ২৭টি এলাকার নাম পাল্টে নিজেদের ম্যাপে ঢুকিয়ে দিল চিনা সরকার। তবে এবার মুখ বুজে থাকেনি নয়াদিল্লি— সরাসরি কড়া ভাষায় বেইজিংকে হুঁশিয়ারি দিল ভারত (Arunachal Pradesh) । ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, নাম বদল করলে চিনের হয়ে যাবে না অরুণাচল প্রদেশ (Arunachal Pradesh) ।
ভারতের বিদেশ মন্ত্রকের সাফ বক্তব্য, “চিনের এই নামবদলের প্রচেষ্টা আমাদের নজরে এসেছে। আমরা এর তীব্র বিরোধিতা করছি। শুধুমাত্র নাম বদল করলেই অরুণাচল চিনের হয়ে যাবে না। অরুণাচল প্রদেশ ভারতের ছিল, আছে এবং থাকবে। এটি ভারতের অবিচ্ছেদ্য অংশ।”
উল্লেখযোগ্যভাবে, ২ দিন আগেই চিনের সিভিল এভিয়েশন মন্ত্রক নতুন ম্যাপ প্রকাশ করে, যেখানে অরুণাচলের ২৭টি জায়গার নাম বদলে ফেলা হয়।
এই আগ্রাসন অবশ্য নতুন নয়। ২০১৭ সাল থেকে শুরু করে ২০২4-এর এপ্রিল পর্যন্ত একাধিকবার অরুণাচলের বিভিন্ন এলাকার নাম বদলে নিজেদের বলে দাবি করেছে চিন। কখনও ৬টি, কখনও ১৫টি, কখনও ৩০টি জায়গার নতুন নামকরণ করে চাপ তৈরি করেছে বেইজিং।
এবারও চিন অরুণাচলকে ‘ঝাঙনান’ বলে দাবি করছে, বদলে ফেলেছে পাহাড়, নদী, লেক, এমনকি গ্রামেরও নাম।
কিন্তু ভারতের এবার আর কোনো ‘নৈতিকতা’র আড়ালে শান্ত থাকা নয়— এবার সরাসরি বার্তা, “চিন নাম পাল্টাক, মানচিত্র নয়— অরুণাচল ভারতেরই থাকবে!”