Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • নতুন প্রযুক্তি, নতুন প্রতারণা! ই-সিম নিয়ে কেন্দ্রের বড় সতর্কবার্তা
দেশ

নতুন প্রযুক্তি, নতুন প্রতারণা! ই-সিম নিয়ে কেন্দ্রের বড় সতর্কবার্তা

hacking
Email :17

দেশ জুড়ে প্রতারণার নতুন নতুন ফাঁদ পেতে বসেছে জালিয়াতরা। আগে অনলাইন পেমেন্ট অ্যাপ বা ক্রেডিট কার্ডের তথ্য হাতিয়ে নিত, এখন এসেছে একেবারে নতুন ফাঁদ— ই-সিম স্ক্যাম (eSim)। এই প্রতারণায় হারাতে পারেন আপনার সমস্ত ব্যক্তিগত তথ্য, এমনকি খালি হয়ে যেতে পারে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টও (eSim)।

সম্প্রতি একাধিক অভিযোগ সামনে আসার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ সংস্থা ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার (I4C) নাগরিকদের সতর্ক বার্তা দিয়েছে।

রিপোর্ট বলছে, প্রতারকরা ফোন করে নিজেকে মোবাইল কোম্পানির কর্মী বলে পরিচয় দিচ্ছে। তারা গ্রাহককে বলছে, “আপনার ই-সিম (eSim) অ্যাক্টিভেট করতে হবে।” এরপর ফোনে পাঠানো হচ্ছে একটি লিঙ্ক। সেই লিঙ্কে ক্লিক করলেই বিপদ!

ফিজিক্যাল সিম নিজে থেকেই ই-সিমে (eSim) কনভার্ট হয়ে যাচ্ছে। আর সেটি হওয়ার সঙ্গে সঙ্গে গ্রাহকের ফোন থেকে উধাও হয়ে যাচ্ছে নেটওয়ার্ক। অর্থাৎ ফোনের সম্পূর্ণ নিয়ন্ত্রণ চলে যাচ্ছে জালিয়াতদের হাতে। শুধু তাই নয়, ব্যাঙ্কের ওটিপি থেকে শুরু করে ফোনে থাকা সমস্ত গোপন তথ্য তাদের হাতে পৌঁছে যাচ্ছে এক নিমিষে।

কিন্তু আসলে ই-সিম কী? বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ই-সিম মানে হলো embedded SIM। এটি এক ধরনের ডিজিটাল সিম, যা স্মার্টফোন বা স্মার্ট ওয়াচের ভেতরে থাকে। বাইরে থেকে এটি বের করা যায় না। সাধারণ সিম কার্ডের তুলনায় ব্যবহার অনেক সহজ হলেও, এই সুবিধাকেই হাতিয়ার করছে প্রতারকরা।

I4C জানিয়েছে, বাঁচার একমাত্র উপায়— সন্দেহজনক কোনও লিঙ্কে ভুলেও ক্লিক করবেন না। হঠাৎ করে যদি ফোনে নেটওয়ার্ক চলে যায়, সঙ্গে সঙ্গে যোগাযোগ করুন ব্যাঙ্ক বা মোবাইল সার্ভিস প্রোভাইডারের সঙ্গে। একটু অসতর্ক হলেই আপনার সর্বনাশ হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts