দেশের বিরোধী দলনেতা রাহুল গান্ধীর (Rahul Gandhi) বিরুদ্ধে ফের কড়া সুরে কথা বলল নির্বাচন কমিশন। কমিশনের স্পষ্ট বক্তব্য— রাহুল হয় হলফনামা দিয়ে তাঁর অভিযোগের সত্যতা প্রমাণ করুন, নয়তো দেশবাসীর কাছে ক্ষমা চান।
বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে রাহুল গান্ধী (Rahul Gandhi) অভিযোগ করেন, কর্নাটক, মহারাষ্ট্র ও হরিয়ানার ভোটার তালিকায় কারচুপি হয়েছে এবং ‘ভুয়ো ভোটার’ রাখা হয়েছে। দুপুরে এই অভিযোগ তোলার কয়েক ঘণ্টার মধ্যেই কমিশন পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দেয়। ওই তিন রাজ্যের নির্বাচনী আধিকারিকরা রাহুলকে নির্দেশ দেন, তিনি যেন ‘ভুয়ো ভোটারদের’ নাম ও প্রমাণ কমিশনে জমা দেন।
কমিশনের দাবি, রাহুল (Rahul Gandhi) শপথ করে লিখিত হলফনামা দিন, যেখানে তিনি এই ভোট কারচুপির অভিযোগের দায়িত্ব নিচ্ছেন। যদি প্রমাণ দিতে না পারেন, তবে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।
শুক্রবার রাহুল গান্ধী জানান, তিনি ইতিমধ্যেই প্রকাশ্যে এই কথা বলেছেন, সেটাই তাঁর শপথ। কিন্তু কমিশন তাতে সন্তুষ্ট নয়। শনিবারও তারা আগের অবস্থানে অনড় থেকে রাহুলকে একই দুটি বিকল্প দেয়— হলফনামা অথবা ক্ষমা।
রাহুলের অভিযোগ, মহারাষ্ট্রের পাশাপাশি কর্নাটকের বেঙ্গালুরু সেন্ট্রাল লোকসভা কেন্দ্রের মহাদেবপুরা বিধানসভায় লোকসভা ভোটের সময় ১ লক্ষেরও বেশি ভোট ‘চুরি’ হয়েছে। এই দাবি কমিশন সম্পূর্ণ অস্বীকার করেছে।